Advertisement
০২ মে ২০২৪

বছরের শুরুতেই পাক সংঘর্ষবিরতি লঙ্ঘন

অশান্তি দিয়ে বছর শেষ। অশান্তি দিয়েই শুরু। শনিবার জম্মু ও কাশ্মীরের হান্দোয়ারার চোগুল এলাকার একটি চেক পোস্টে জঙ্গিদের গুলিতে নিহত হন পুলিশ কনস্টেবল আব্দুল করিম শেখ। আর পয়লা জানুয়ারির সকাল ন’টা নাগাদ পুঞ্চ জেলার শাহপুর সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তানি সেনা।

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৭ ০৩:২৭
Share: Save:

অশান্তি দিয়ে বছর শেষ। অশান্তি দিয়েই শুরু। শনিবার জম্মু ও কাশ্মীরের হান্দোয়ারার চোগুল এলাকার একটি চেক পোস্টে জঙ্গিদের গুলিতে নিহত হন পুলিশ কনস্টেবল আব্দুল করিম শেখ। আর পয়লা জানুয়ারির সকাল ন’টা নাগাদ পুঞ্চ জেলার শাহপুর সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তানি সেনা। জবাব দিয়েছে ভারতীয় সেনাও। হতাহতের খবর নেই। গত ১৬ ডিসেম্বর পুঞ্চ জেলারই বালাকোট সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছিল পাক সেনা। ফেলে আসা বছরে ব্যাপক অশান্তির সাক্ষী থেকেছে ভূস্বর্গ। একটি রিপোর্ট অনুযায়ী, ২০১৬ সালে জম্মু-কাশ্মীরে বিভিন্ন ঘটনায় মৃত্যু হয়েছে ৩৮৩ জনের। তবে দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী প্রতি বছরের মতো এ বারও বছরের প্রথম দিনে নিজেদের পরমাণু কেন্দ্রের তালিকা আদান-প্রদান করেছে ভারত এবং পাকিস্তান। বিদেশ মন্ত্রক সূত্রের কথায়, ‘‘সারা বছরে দু’দেশে অন্য দেশের ক’জন ধরা পড়েছে, সেই তথ্যও এ দিন বিনিময় হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ceasefire Violation Pakistan India-Pak Border
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE