মুকেশ অম্বানীর কন্যা ঈশা। গাঁটছড়া বাঁধতে চলেছেন আজই। মুকেশের একমাত্র কন্যা ঈশা। তাঁর প্রি-ওয়েডিং সেরেমনি দেখেই চোখ কপালে উঠেছে অনেকের। ঈশার প্রাক বিবাহ অনুষ্ঠান ছিল এক্কেবারে চাঁদের হাট।
প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন থেকে কেন্দ্রীয় মন্ত্রী, বলিউড তারকা থেকে সৌদি আরবের ধনকুবেরের উপস্থিতিতে ঈশার প্রি-ওয়েডিং ছিল জমজমাট। এমন জমজমাট মিষ্টি মধুর অনুষ্ঠানে মিষ্টি মুখের আয়োজন থাকবে না তা কি হয়।
সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়েছে ঈশার প্রি-ওয়েডিং সেরেমনির সুইট কর্নারের বেশ কিছু ছবি। আর তাতেই মন গলেছে নেটিজেনদের। পুডিং থেকে কেক, চকোলেট থেকে গুলাবজামুন, সুফলে থেকে প্যানকেক, অ্যাপল পাই, রিচ চকোলেটি পুডিং, হুইপড ক্রিম অ্যান্ড চিজ আইসক্রীম কিছুই বাদ ছিল না সেখানে।
শুধুমাত্র ফল দিয়ে তৈরি এত রকমের ডেজার্ট ছিল ঈশার প্রি-ওয়েডিংয়েই, তা অবাক করেছে খাদ্যরসিকদেরও। অনেকেই সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টের নিচে লিখেছেন, বিয়ের অনুষ্ঠানের আয়োজন তাহলে কতটা এলাহি হতে চলেছে।
আরও পড়ুন: ঈশা অম্বানীর বিয়েতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়! আর কে আসছেন জানেন?
প্রতিটি ফল আবার ঢাকা ছিল চকোলেটের আস্তরণেও। সেই সুইস চকোলেটে মোড়া অসংখ্য ফলের ডেজার্ট দেখে মন ভরে গিয়েছে মিষ্টিপ্রেমীদেরও।
আরও পড়ুন: নদীতেই চলছে আস্ত একটা বাস, দিব্যি বসে যাত্রীরাও!
অনেকগুলি সুসজ্জিত কাউন্টারে আবার ঝুলছিল চকোলেটে মোড়া ফল। ছিল ব্রাউনি ও আইসক্রীমেরও বিপুল আয়োজন। ঈশার বিয়ের মেনুতেও বিশ্বের প্রতিটি দেশের সেরা এমনই ডেজার্টগুলিরই আয়োজন থাকবে বলে জানিয়েছে সূত্র।