Advertisement
E-Paper

অম্বানী কন্যার বিয়েতে চাঁদের হাট, আমেরিকা থেকে উড়ে এলেন হিলারি ক্লিন্টনও

আগামী বুধবার পিরামল গ্রুপের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন মুকেশ ও নীতা অম্বানীর একমাত্র কন্যা ইশা।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮ ২১:১০
উদয়পুরে নীতা ও মুকেশ অম্বানীর সঙ্গে হিলারি ক্লিন্টন। ছবি: পিটিআই।

উদয়পুরে নীতা ও মুকেশ অম্বানীর সঙ্গে হিলারি ক্লিন্টন। ছবি: পিটিআই।

বিয়ে হচ্ছে অম্বানী কন্যার। সেই উপলক্ষে জমজমাট উদয়পুরমায়ানগরীর ছোট বড় প্রায় সব তারকাই ভিড় জমাতে শুরু করেছেন সেখানে। বাদ যাননি ক্রিকেটাররাও। এমনকি বিদেশ থেকেও অতিথিরা আসতে শুরু করেছেন।

তবে, অতিথি তালিকায় সবচেয়ে বড় চমকটা অপেক্ষা করছিল শনিবার। দেশের সবচেয়ে ধনী ব্যবসায়ীর মেয়ের বিয়েতে এ দিন উদয়পুরে হাজির হন প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি এবং ওবামা সরকারের বিদেশ সচিব হিলারি ক্লিন্টন।

উদয়পুর বিমানবন্দরের বাইরে তখন ভিড় উপছে পড়ছে। তারকাদের একঝলক দেখা পেতে হাজির ছিলেন বহু মানুষ। ঠিক সেই সময়ই দেহরক্ষীদের সঙ্গে বিমানবন্দরের বাইরে বেরিয়ে আসেন হিলারি ক্লিন্টন। অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্য রেখে এমব্রয়ডারি করা মেরুন কুর্তি এবং কালো ট্রাউজার ছিল তাঁর পরনে। চোখে ছিল কালো চশমা। তাঁকে অভ্যর্থনা জানাতে এসেছিলেন খোদ অম্বানী দম্পতি, মুকেশ এবং নীতা।

আরও পড়ুন: ভারতে ভুয়ো খবর ছড়াতে বেশি তৎপর হিন্দু জাতীয়তাবাদী গোষ্ঠীগুলিই, প্রকাশ রিপোর্টে​

আরও পড়ুন: বাংলাদেশের ভিতর দিয়ে রেলপথে জুড়ছে কলকাতা-শিলিগুড়ি​

আগামী বুধবার পিরামল গ্রুপের এগ্‌জিকিউটিভ ডিরেক্টর আনন্দ পিরামলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন মুকেশ ও নীতা অম্বানীর একমাত্র কন্যা ইশা। মুম্বইয়ে তাঁদের প্রাসাদোপম বাড়ি অ্যান্টিলাতেই বসবে বিয়ের আসর। তবে তার আগে উদয়পুরের গ্র্যান্ড ওবেরয় উদয়বিলাস এবং লেক প্যালেসে প্রাক্‌বৈবাহিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। তাতে যোগ দিতেই আমেরিকা থেকে উড়ে এসেছেন হিলারি ক্লিন্টন।

হিলারি ছাড়াও অম্বানী কন্যার বিয়ের অতিথি তালিকায় আরও হাই প্রোফাইল মানুষ রয়েছেন যেমন, শিল্পপতি লক্ষ্মী মিত্তল, ব্রিটিশ পেট্রোলিয়াম কোম্পানির কর্ণধার বব ডাডলি, হলিউডের চলচ্চিত্র পরিবেশক সংস্থা টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি ফক্স’-এর কর্ণধার জেমস মারডক,স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাঙ্কের সিইও বিল উইন্টার্স, ওয়ার্ল্ড ইকনমিক ফোরামের প্রতিষ্ঠাতা এবং কর্ণধার ক্লাউস শোয়াব। সৌদি আরব-সহ বিশ্বের বিভিন্ন দেশের আরও অনেক তাবড় ধনকুবেরও ইতিমধ্যে উদয়পুর পৌঁছে গিয়েছেন।

ইতিমধ্যেই সেখানে হাজির হয়েছেন বিদ্যা বালন, তাঁর স্বামী প্রযোজক সিদ্ধার্থ রায় কপূর, সস্ত্রীক জন আব্রাহাম, সস্ত্রীক সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনির স্ত্রী সাক্ষী ও তাঁদের মেয়ে জিভা, অনিল কপূর-সহ অনেকে। বিমানবন্দরের বাইরে দেখা মিলেছে নবদম্পতি প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসেরও। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীশও পৌঁছেছেন। বিয়ের দিন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় অনেক নেতাকেই দেখা যেতে পারে বলে জল্পনা। সে দিনঅনুষ্ঠানে গান গাওয়ার কথা মার্কিন গায়িকা বিয়ন্সের।

Isha Ambani Celebrity Wedding Hillary Clinton Amani Wedding Bollywood
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy