সরকারি চাকরির খোঁজে যাঁরা রয়েছেন, তাঁদের সুখবর দিতে চলেছে কেন্দ্র। বিভিন্ন সরকারি বিভাগে দু’লক্ষেরও বেশি পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংসদে অরুণ জেটলির পেশ করা ২০১৬-১৭ সালের বাজেট এস্টিমেটে এ কথা জানানো হয়েছে এ কথা।
কেন্দ্রীয় সরকারের কর্মী সংখ্যা এখন প্রায় ৩৩.০৫ লক্ষ। এই সংখ্যা ৩৫.২৩ লক্ষে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। অর্থাৎ ২০১৭ সালের মধ্যে প্রায় ২ লক্ষ ১৮ হাজার নতুন পদে কর্মী নেওয়া হবে। কোন কোন মন্ত্রকের অধীনে কত নিয়োগ হবে, তাও জানিয়েছে কেন্দ্র। স্বরাষ্ট্র মন্ত্রকে ৫৬৩৫টি পদে নিয়োগ হবে। পুলিশে নিয়োগ হবে ৪৭২৬৪টি পদে। প্রতিরক্ষা মন্ত্রকেও কর্মী বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সেখানে আগামী এক বছরে ১০৮৯৪টি নতুন নিয়োগ হতে চলেছে। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক কর্মীর সংখ্যা দ্বিগুণ করতে চলেছে। ওই মন্ত্রকে এখন কর্মী মোট ১০৬০ জন। বাজেট এস্টিমেটে জানানো হয়েছে, ২০১৭ সালের মধ্যে আরও ১০৮০ জনকে নিয়োগ করা হবে। আণবিক শক্তি মন্ত্রকে ৬৩৫৩ জন, বিদেশ মন্ত্রকে ২০৭২ জন, খনি মন্ত্রকে ৪৩৯৯ জন এবং কর্মীবর্গ মন্ত্রকে ১৭৯৬ জন কর্মী নিয়োগ হবে।
আরও পড়ুন:
আইআইটি-তে সংস্কৃত পড়াতে হবে, নির্দেশ দিলেন স্মৃতি ইরানি
কর্মীবর্গ, জন অভিযোগ এবং পেনশন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জিতেন্দ্র সিংহ জানিয়েছেন, ভারত সরকারের ভবিষ্যৎ কর্মপন্থার কথা মাথায় রেখেই এই ২ লক্ষেরও বেশি পদে নতুন নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুশাসন সুনিশ্চিত করা এই বিপুল সংখ্যক নতুন নিয়োগের অন্যতম লক্ষ্য বলেও তিনি জানিয়েছেন।