আর কয়েক ঘণ্টা। তার পরেই শুরু হয়ে যাবে বর্ষবরণের উচ্ছ্বাস। আনন্দের মাত্রা কিঞ্চিৎ বেশি হয়ে যেতেই পারে। একটিই তো রাত। মদ্যপান যদি বেশি করে ফেলেন, দায়িত্ব নিয়ে বাড়ি পৌঁছে দেবে পুলিশই। বুধবার বছরের শেষ দিনে এমনই ঘোষণা করলেন কর্নাটকের পুলিশমন্ত্রী জি পরমেশ্বর।
মন্ত্রী জানিয়েছেন, তাঁর রাজ্যে মোট ১৫টি জায়গা ঠিক করেছে সরকার। সেখানে বর্ষবরণের রাতে আনন্দ করে জিরিয়ে নিতে পারবেন সকলে। যাঁরা নেশাগ্রস্ত অবস্থায় বাড়ি ঢুকতে চান না, তাঁরা অপেক্ষা করতে পারবেন ওই জায়গাগুলিতে। নেশা কাটলে চলে যাবেন। কর্নাটকের পুলিশমন্ত্রীর পর্যবেক্ষণ মূলত পাঁচটি শহরে উদ্যাপনের মাত্রা একটু বেশিই হয়— বেঙ্গালুরু, মাইসুরু, হুব্বালি, বেলাগাভি এবং মেঙ্গালুরু। সে দিকে নজর রেখে পরমেশ্বর বলেন, ‘‘আমরা সকলকে বাড়ি পৌঁছে দিতে পারব না। যাঁরা বেশি মদ্যপান করবেন, কথা বলার মতো অবস্থায় থাকবেন না, নেশার চোটে সংজ্ঞাহীন হওয়ার মতো অবস্থায় থাকবেন, তাঁদের সাহায্য করা হবে। কোনও বিপদ-আপদ যাতে না হয়, নির্বিঘ্নে যাতে বাড়ি পৌঁছে যান, সেই দায়িত্ব নেবেন পুলিশ এবং নিরাপত্তারক্ষীরা।’’ তিনি আরও বলেন, ‘‘১৫টি জায়গা ঠিক করা হয়েছে। সেখানে মত্ত অবস্থায় গিয়ে বিশ্রাম নিতে পরবেন। নেশা কেটে গেলে বাড়ি চলে যাবেন।’’
ইতিমধ্যে বেঙ্গালুরু পুলিশের তরফে জানানো হয়েছে, বর্ষবরণের রাতে বিশেষ বিশেষ লোকজনকে বাড়ি পৌঁছে দেবে তারা। মহিলাদের নিরাপত্তায় সতর্কতামূলক পদক্ষেপ করা হয়েছে। মোড়ে মোড়ে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। কোনও গন্ডগোল করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ। কর্নাটকের পুলিশমন্ত্রী বলেন, ‘‘মহিলাদের সুরক্ষার বিষয়টি মাথায় রাখা হয়েছে। নেশা করে অনেকেই নিজের মধ্যে থাকেন না। সে জন্য সতর্কতামূলক কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে একটি বিষয় বলে দিচ্ছি, এই ব্যবস্থা নাগরিকের সুরক্ষার জন্য। কেউ যেন অপব্যবহার না করেন। সে ক্ষেত্রে কড়া হতে দু’বার ভাবব না আমরা।’’
পানশালা, হোটেলগুলিকে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছে কর্নাটক সরকার। ৩০টি জেলার পুলিশকে অতিরিক্ত সতর্ক হয়ে কর্তব্য পালন করতে বলেছেন পুলিশমন্ত্রী। তিনি বলেন, ‘‘কয়েকটি জেলা আছে (কর্নাটকে), যেখানে মাত্রাছাড়া কিছু হয় না। তবে বেঙ্গালুরু, মাইসুরু, হুব্বালি, মেঙ্গালুরুর মতো ঘনবসতিপূর্ণ জায়গায় আমাদের বেশি নজর থাকবে।’’
আরও পড়ুন:
বর্ষবরণের আনন্দ সকলেই করুন। কিন্তু অপ্রকৃতিস্থ অবস্থায় গাড়ির স্টিয়ারিঙে হাত দেওয়া নৈব নৈব চ। মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে ধরা পড়লে কোনও ছাড় নেই। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানিয়েছেন, শুধু বেঙ্গালুরুতেই অতিরিক্ত ২০ হাজার পুলিশ মোতায়েন করা হয়েছে।