শনিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা বাজেটে বৈদেশিক সহযোগিতায় অর্থ বরাদ্দ করার ক্ষেত্রে ঘনিষ্ঠ প্রতিবেশী এবং সহযোগী ভুটানকে অগ্রাধিকার দিল ভারত। বন্ধু হিসাবে পরিচিত ভুটানের জন্য আর্থিক সহযোগিতা বাবদ ২০২৫-২৬ অর্থবর্ষে বরাদ্দ করা হয়েছে সবচেয়ে বেশি, ২,১৫০ কোটি টাকা। এর পাশাপাশি, ইরানে চাবাহার বন্দর তৈরির জন্য ১০০ কোটি টাকার সহযোগিতা বরাদ্দ করা হয়েছে। একই সঙ্গে তাৎপর্যপূর্ণ ভাবে মলদ্বীপকে সাহায্যের পরিমাণ বাড়াল ভারত। ২০২৪ সালে মলদ্বীপের উন্নয়নে সাহায্যের পরিমাণ কমানো হয়েছিল। এ বার সেই বরাদ্দ ২৮ শতাংশ বাড়ল। সম্পর্কে টানাপড়েন তৈরি হলেও বাংলাদেশের জন্য বরাদ্দ একই আছে, যদিও তা মলদ্বীপের থেকে কম।
সব মিলিয়ে বৈদেশিক খরচে বাজেট বরাদ্দ করার ক্ষেত্রে মোদী সরকারের ‘প্রতিবেশী প্রথম’ নীতিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বাংলাদেশ ও নেপালের ক্ষেত্রে আর্থিক সহায়তা খাতে বরাদ্দকৃত বাজেট গত বছর যা ছিল, এ বছরও সেটাই রাখা হলেও মলদ্বীপ, মায়ানমার, মরিশাস এবং শ্রীলঙ্কার ক্ষেত্রে বরাদ্দের পরিমাণ গত বছরের তুলনায় বেড়েছে। অন্য দিকে, আফগানিস্তানের জন্য আর্থিক সহযোগিতা গত বছরের তুলনায় অর্ধেক করে দেওয়া হয়েছে। গত বছর এই পরিমাণ ছিল ২০০ কোটি টাকা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)