নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর ১৪ হাজারেরও বেশি বাঙ্কার তৈরি করার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। বার বার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে যে ভাবে গোলাবর্ষণ করছে পাকিস্তান, তার হাত থেকে গ্রামবাসীদের সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর।
মূলত জম্মু ডিভিশনেই এই বাঙ্কারগুলি তৈরি করা হবে। নিয়ন্ত্রণরেখা সংলগ্ন দুই জেলা পুঞ্চ এবং রজৌরিতে তৈরি করা হবে ৭২৯৮টি বাঙ্কার। আর আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জম্মু, কঠুয়া এবং সাম্বা জেলায় তৈরি করা হবে ৭১৬২টি বাঙ্কার। মোট ১৪৪৬০টি।
দু’রকমের বাঙ্কার তৈরি করা হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রের খবর— ইনডিভিজুয়াল বাঙ্কার এবং কমিউনিটি বাঙ্কার। দু’রকম বাঙ্কারই হবে ভূগর্ভস্থ। তবে ইনডিভিজুয়ার বাঙ্কারের আয়তন হবে ১৬০ বর্গফুট। সেগুলিতে সর্বোচ্চ ৮ জন আশ্রয় নিতে পারবেন। আর কমিউনিটি বাঙ্কারের আয়তন হবে ৮০০ বর্গফুট। একসঙ্গে ৪০ জন করে থাকতে পারবেন সেগুলিতে।