বিদেশ সফরে গিয়ে রাহুল গান্ধী ভোট চুরি প্রসঙ্গে সরব হতেই ফের তাঁকে নিশানাকরল বিজেপি। কেন্দ্রের শাসক দলের বক্তব্য, রাহুল দেশকে সত্যিই ভালবাসলে, বিদেশে গিয়ে কী করে তিনি বলতে পারেন ভারতের ধ্বংস অনিবার্য! সংসদ চলাকালীন পাঁচ দিনের বিদেশ সফরে জার্মানি গিয়েছিলেন রাহুল গান্ধী। তাঁর ওই বিদেশ সফর নিয়ে আগেই প্রশ্ন তুলেছিল বিজেপি।
জার্মানির একটি স্কুলে ভোট চুরি প্রসঙ্গে সরব হয়ে রাহুল বলেন, ‘‘ভারতের যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেগুলিকে ধারাবাহিক ভাবে আঘাত করে চলেছে শাসক দল। নির্বাচনব্যবস্থাপুরোপুরি শাসক শিবির দখলে চলে গিয়েছে।’’ তার ফলে কী ভাবে কংগ্রেস হরিয়ানা ও মহারাষ্ট্রে হেরে গিয়েছে, তা জানান তিনি। পাল্টা বিজেপি নেতা প্রদীপ ভান্ডারীর বক্তব্য, ‘‘রাহুল বিদেশে গিয়ে সাংবিধানিক সংস্থার বদনাম করছেন। বলছেন, দেশে আগামী দিনে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। কোনও দেশপ্রেমিক এ কথা বলতে পারেন? আসলে রাহুল গান্ধী এবং তাঁর আদর্শগতপৃষ্ঠপোষক জর্জ সোরোস ভারতে অশান্তি ছড়াতে তৎপর।’’
আজ সকালে বাংলাদেশের ঘটনার যোগ্য জবাব দিতে প্রিয়ঙ্কা গান্ধীকে প্রধানমন্ত্রী করার প্রস্তাব দেন কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ। ইমরানের বক্তব্যের সূত্র ধরে বিজেপি নেতা শেহজ়াদ পুনেওয়ালা বলেন, ‘‘রাহুলের উপরে যে কংগ্রেস আর ভরসা করতে পারছে না, তা ইমরানের বক্তব্য থেকেই স্পষ্ট। কংগ্রেস এখন রাহুলের হাত থেকে মুক্তি চায়।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)