বিজেপি ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ হিসেবে পালন করে। কারণ সেই দিন বাংলা ভাগের ভোটাভুটি হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় পয়লা বৈশাখ বা নববর্ষের দিন ‘পশ্চিমবঙ্গ দিবস’ ঘোষণা করেছেন। সে দিনেই দিল্লিতে বিজেপির নতুন সরকার ‘বাংলা দিবস’ পালন করতে চলেছিল। শেষবেলায় সেই অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত হল। সূত্রের খবর, বঙ্গ বিজেপির নেতাদের চাপেই এই সিদ্ধান্ত। তাঁরাই দিল্লির সরকারের কাছে আপত্তি জানান। তার পরেই মঙ্গলবার দিল্লি সচিবালয়ের প্রেক্ষাগৃহে ‘বাংলা দিবস’ অনুষ্ঠানের আয়োজন স্থগিত রাখা হয়।
দিল্লি সরকারের সাহিত্যকলা পরিষদ এবং পর্যটন ও পরিবহণ উন্নয়ন নিগম মঙ্গলবার ‘বাংলা দিবস’ অনুষ্ঠানের আয়োজন করেছিল। দিল্লি সরকারের কলা-সংস্কৃতি ও ভাষা মন্ত্রী কপিল মিশ্রের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তের ছবি-সহ সেই অনুষ্ঠানের বিজ্ঞাপনও তৈরি হয়েছিল। বঙ্গ বিজেপি দাবি করেছে, দিল্লির বিজেপি সরকার মোটেই পয়লা বৈশাখে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস পালনে উদ্যোগী হয়নি। ভুয়ো খবর ছড়ানো হয়েছে।
দিল্লি সাহিত্যকলা পরিষদ সূত্রের খবর, ১৫ এপ্রিল পয়লা বৈশাখ উপলক্ষে ‘বাংলা দিবস’-এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। একে পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা দিবস বলে উল্লেখ করা হয়নি। বঙ্গের বিজেপি নেতারা ভুল বুঝে আপত্তি তুলেছেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)