Advertisement
২০ এপ্রিল ২০২৪
NRC

NRC: দেশব্যাপী জাতীয় নাগরিকপঞ্জি চালুর কোনও সিদ্ধান্ত হয়নি, সংসদে জানাল মোদী সরকার

কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অসমের এনআরসি তালিকা নতুন করে তৈরি হয়েছে।

অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে।

অসমে এনআরসি-র চূড়ান্ত তালিকা দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৯:২৮
Share: Save:

দেশজোড়া জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসি চালুর ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। মঙ্গলবার লোকসভায় জানাল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অসমের এনআরসি তালিকা নতুন করে তৈরি হয়েছে। সেখানে অনেকের নাম যেমন বাদ দেওয়া হয়েছে, তেমনি তালিকায় বহু নাম যুক্তও হয়েছে। ২০১৯ সালের ৩১ অগস্টেই সেই তালিকা প্রকাশিত হয়েছে।

এর পরই সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ‘‘জাতীয় স্তরে দেশব্যাপী এনআরসি তৈরির সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।’’ তিনি এও জানান, শুধুমাত্র অসমমে এনআরসি-র সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং তা হয়েও গিয়েছে। তার চূড়ান্ত তালিকার ‘আপডেট’ও করা হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালেই চূড়ান্ত তালিকা প্রকাশ হয়ে গিয়েছে। অসমে নাগরিকপঞ্জিতে তিন কোটি ৩০ লক্ষ মানুষের মধ্যে ১৯ লক্ষ ছ’হাজার মানুষের নাম বাদ গিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE