Advertisement
২৫ এপ্রিল ২০২৪
IPL 2022

IPL 2022: আইপিএলে খেলে যাওয়া তারকা বিদেশিকে সহকারী কোচ করল ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস

গত কয়েক মরসুম থেকে দিল্লির কোচ পন্টিং। আগেই সহকারী কোচ ছিলেন প্রবীণ আমরে। এ বার তাঁর সঙ্গে আগরকর ও ওয়াটসনকে নিযুক্ত করল তারা। দলের বোলিং কোচ জেমস হোপস। গত মরসুমে মেন্টর হিসেবে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফকে নিযুক্ত করেছিল তারা। তবে এ বার আর তিনি দলের সঙ্গে নেই।

কাকে সহকারী কোচ করল দিল্লি

কাকে সহকারী কোচ করল দিল্লি ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ১৭:১৩
Share: Save:

আইপিএল শুরু হওয়ার আগে অস্ট্রেলিয়ার প্রাক্তন অলরাউন্ডার শেন ওয়াটসনকে সহকারী কোচ করল দিল্লি ক্যাপিটালস। কয়েক দিন আগেই অজিত আগরকরকে সহকারী কোচ ঘোষণা করেছিল দিল্লি। তাঁর সঙ্গে এ বার জুড়ে দেওয়া হল ওয়াটসনকে। শীঘ্রই তিনি ঋষভ পন্থদের শিবিরে যোগ দেবেন বলে জানা গিয়েছে।

গত কয়েক মরসুম থেকে দিল্লির কোচ পন্টিং। আগেই সহকারী কোচ ছিলেন প্রবীণ আমরে। এ বার তাঁর সঙ্গে আগরকর ও ওয়াটসনকে নিযুক্ত করল তারা। দলের বোলিং কোচ জেমস হোপস। গত মরসুমে মেন্টর হিসেবে ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ কাইফকে নিযুক্ত করেছিল তারা। তবে এ বার আর তিনি দলের সঙ্গে নেই।

নতুন দায়িত্ব পাওয়ার পরে ওয়াটসন বলেছেন, ‘‘আইপিএল বিশ্বের সেরা টি২০ প্রতিযোগিতা। প্রথমে রাজস্থান রয়্যালসের হয়ে শেন ওয়ার্নের নেতৃত্বে আইপিএল জেতার অভিজ্ঞতা রয়েছে আমার। পরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংসের সঙ্গে খুব ভাল সময় কাটিয়েছি। এ বার কোচিং করানোর সুযোগ পাচ্ছি। রিকি পন্টিংয়ের সঙ্গে কাজ করার সুযোগ পাব। ওর কাছে অনেক কিছু শিখতে পারব। তাই ভারতে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’’

অস্ট্রেলিয়ার হয়ে ৫৮টি টি২০ ম্যাচ খেলেছেন ওয়াটসন। আইপিএলে তিনি মোট তিনটি দলের হয়ে খেলেছেন। তার মধ্যে রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের হয়ে এই প্রতিযোগিতা জেতার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2022 Rishabh Pant Delhi Capitals Shane Watson
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE