ফি বছরের মতো সংসদীয় অধিবেশন শুরুর আগের দিন (এ ক্ষেত্রে ৩০ নভেম্বর) সর্বদলীয় বৈঠক ডাকলেন সংসদবিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ১-১৯ ডিসেম্বর পর্যন্ত চলা শীতকালীন অধিবেশনে গোড়ায় ১৬টি বিল আনার পরিকল্পনা নিয়েছিল কেন্দ্র। যার মধ্যে চণ্ডীগড়কে রাষ্ট্রপতির প্রত্যক্ষ নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে বিল আনার পরিকল্পনা ছিল মোদী সরকারের। ওই বিলের মাধ্যমে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কেন্দ্র হস্তক্ষেপের চেষ্টা করছে ওই অভিযোগ তোলে সব বিরোধী দল। তার পরেই কেন্দ্র জানায়, বিষয়টি বিবেচনাধীন। সরকারের ওই বিল আনা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি কেন্দ্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও, আগামী রবিবারের ওই সর্বদলীয় বৈঠকে বিষয়টি নিয়ে সরব হওয়ার পরিকল্পনা রয়েছে বিরোধী দলগুলির। এসআইআর তথা ‘ভোট চুরি’, দিল্লি বিস্ফোরণ, বেহাল অর্থনীতির মতো বিষয় নিয়ে সরব হওয়ার পরিকল্পনা করছে বিরোধীরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)