শিক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক আলোচনা-সভায় যোগ দিতে স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা রওনা হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ‘অর্গানাইজেশন অব ইকনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ এবং স্লোভাক সরকারের যৌথ উদ্যোগে আয়োজিত ওই সভায় ভারতের প্রতিনিধিত্ব করবেন সুকান্ত। শিক্ষাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ভবিষ্যৎ ব্যবহার নিয়ে আয়োজিত ওই সভায় বিশ্বের ৩৮টি দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন। স্লোভাকিয়ার উদ্দেশে রওনা হওয়ার আগে সুকান্ত বলেছেন, “দেশের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। তিনি আমাকে বিশ্ব-মঞ্চে ভারতের শিক্ষা-ব্যবস্থাকে তুলে ধরার দায়িত্ব দিয়েছেন।”
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)