ভারতের উপর ২৫ শতাংশ বাড়তি জরিমানা শুল্ক (রাশিয়া থেকে তেল কেনার জন্য) বসিয়েছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা। মোট ৫০ শতাংশ শুল্কের চাপ ঘাড়ে নিয়েই আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে দরকষাকষি চালাচ্ছে ভারত। এই সঙ্কটের সময়ে আগামী ৭ নভেম্বর বিষয়টি নিয়ে আলোচনায় বসতে চলেছে বাণিজ্য মন্ত্রকের সংসদীয় স্থায়ী কমিটি। নতুন কমিটি গঠিত হওয়ার পরে আজ ছিল তার প্রথম বৈঠক। কমিটির চেয়ারপার্সন পদে গত বারের মতোই রয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন। রাজনৈতিক সূত্রে খবর, আমেরিকার শুল্কনীতি নিয়ে৭ নভেম্বরে মন্ত্রকের কর্তাদের নিয়ে বৈঠকের আগে চেয়ারম্যান ও কমিটির সদস্যরা ১৭ অক্টোবর নিজেরা কথা বলে নেবেন ভিডিয়ো মাধ্যমে।
প্রতিবেশী রাষ্ট্রগুলির সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি নিয়েও আলোচনা হবে কমিটির বৈঠকে। নেপাল, শ্রীলঙ্কার মতো দেশের সঙ্গে ভারত ‘উদারতা দেখাতে গিয়ে’ নিজের ব্যবসাকে শুল্কের প্রশ্নে ক্ষতিগ্রস্ত করছে কি না, সেটা খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে। গত বছরই চা মালিকদের বিভিন্ন সংগঠনের তরফে নেপালের চায়ের অনুপ্রবেশকে তুলে ধরা হয়েছিল কমিটির কাছে। বক্তব্য ছিল, নেপালের অনুন্নত চা যথেচ্ছ ভাবে এ পারে ঢুকে দার্জিলিং চায়ের ব্র্যান্ডিং, করে প্যাকেজটজাত করা হচ্ছে। এতে দার্জিলিং চায়ের বাজার নষ্ট হচ্ছে। এই সমস্যা দীর্ঘদিনের বলেই জানিয়েছিল চা মালিকদের সংগঠনগুলি। তাদের দাবি, সম্প্রতি এ নিয়ে বাড়াবাড়ি হচ্ছে
এই নিয়ে কেন্দ্রের তরফে যাতে আরও কড়াকড়ি করা হয় ও দার্জিলিং চায়ের জিআই ট্যাগকে আরও কঠোর মান্যতা দেওয়া হয়, সেই দাবি তোলা হয় সংগঠনগুলির তরফে। দার্জিলিং চা-কে বাঁচাতে কেন্দ্রীয় সরকারকে বিশেষ ভাবে উদ্যোগী হওয়ার প্রস্তাব দেয় সংসদের বাণিজ্য বিষয়ক স্থায়ী কমিটি। জানা গিয়েছে, এই বিষয়টি নিয়ে আবারও উঠে পড়ে লাগা হবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)