E-Paper

মণিপুরে নির্বাচিত সরকার ফেরানোর দাবি জোরদার

শনিবার বীরেনের সঙ্গে দিল্লি গেলেন প্রাক্তন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপাম রঞ্জন সিংহ, প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী হেইখাম ডিঙ্গো সিংহ এবং বিজেপি বিধায়ক টংব্রাম রবীন্দ্র সিংহ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ০৯:১৭

—ফাইল চিত্র।

মণিপুরের বিজেপির রাজ্য নেতৃত্বের তীব্র আপত্তি সত্ত্বেও রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বাড়িয়েছে কেন্দ্র। কিন্তু রাজ্যে নির্বাচিত সরকার ফেরানোর দাবি জোরদার। বিশেষ করে মেইতেইরা আর রাষ্ট্রপতি শাসনের অধীনে থাকতে নারাজ। তাই বিজেপির বিধায়ক ও নেতারা, প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহের নেতৃত্বে ফের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করতে দিল্লি রওনা হলেন। শনিবার দেশের রাজধানীর উদ্দেশ্যে রওনা হওয়ার আগে, বীরেন ইম্ফল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, “আমাদের একটি প্রতিনিধি দল দিল্লি যাচ্ছে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করতে। আমরা তাঁদের অনুরোধ জানাব যাতে দ্রুত একটি নতুন জনপ্রিয় সরকার গঠন করা হয়। এ ছাড়া অভ্যন্তরীণ ভাবে বাস্তুচ্যুত মানুষদের সমস্যা সমাধান এবং গুরুত্বপূর্ণ জাতীয় সড়কগুলি ফেরা খোলার ব্যবস্থা করার দাবিও জানানো হবে।” উল্লেখ্য, কেন্দ্রের সঙ্গে কুকি জঙ্গিদের দুটি যৌথ মঞ্চ সংঘর্ষবিরতি চুক্তি করার পরে জাতীয় সড়ক অবাধ যাতায়াতের কথা বলা হলেও তারা দিল্লি থেকে ফেরার পরে কুকি মঞ্চগুলি জানিয়ে দেয়, জাতীয় সড়ক দিয়ে মোটেই মেইতেইদের কুকি এলাকায় আসতে দেওয়া হবে না। তাই কুকিদের সঙ্গে সংঘর্ষবিরতির মেয়াদ বাড়ানো নিয়ে বেজায় ক্ষিপ্ত মেইতেইরা।

শনিবার বীরেনের সঙ্গে দিল্লি গেলেন প্রাক্তন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সাপাম রঞ্জন সিংহ, প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী হেইখাম ডিঙ্গো সিংহ এবং বিজেপি বিধায়ক টংব্রাম রবীন্দ্র সিংহ। অন্য বিমানে দিল্লি গিয়েছেন, প্রাক্তন মন্ত্রী লেইশংথেম সুশীন্দ্রো মেইতেই ও বিজেপির তিন বিধায়ক থাংজাম অরুণকুমার এবং লৌরেম্বাম রামেশ্বর মেইতেই।

রবিবার স্পিকার থকচম সত্যব্রত সিংহ, প্রাক্তন মন্ত্রী গোবিন্দাস কোন্থৌজাম এবং বিধায়ক কংখম রবীন্দ্র, সাপাম কুঞ্জাক্ষ্বর, থৌনাওজাম শ্যামকুমার এবং করম শ্যাম দিল্লি যাবেন বলে জানা গিয়েছে।

রাজ্যপাল অজয় কুমার ভল্লা ইতিমধ্যেই দিল্লিতে আছেন। তিনি শনিবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শুক্রবার উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণনের সঙ্গে দেখা করেন। প্রধান সচিব পুনীত কুমার গোয়েল এবং স্বরাষ্ট্র সচিব এন অশোক কুমার-সহ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারাও দিল্লি গিয়েছেন। যদিও তাঁদের সফরের উদ্দেশ্য প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, বিধানসভায় অনাস্থা প্রস্তাব আসার সম্ভাবনা দেখা দেওয়ায় বীরেন ৯ ফেব্রুয়ারি পদত্যাগ করেন। এর পরে ১৩ ফেব্রুয়ারি রাজ্যে বিধানসভা জিইয়ে রেখে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়। ৬০ সদস্যবিশিষ্ট মণিপুর বিধানসভা বর্তমানে রাষ্ট্রপতি শাসনের অধীনে ‘সাসপেন্ডেড অ্যানিমেশন’-এ রয়েছে। এর কার্যকাল ২০২৭ সাল পর্যন্ত। লোকসভা ও রাজ্যসভায় সংশোধিত প্রস্তাব পাস করার পরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ১৩ আগস্ট থেকে আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Manipur President Rule BJP

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy