Advertisement
০৮ মে ২০২৪
National News

একসঙ্গে ১০টি পরমাণু চুল্লি গড়বে কেন্দ্র

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ১০টি পারমাণবিক চুল্লি তৈরি করবে কেন্দ্র। এতে দেশের পরমাণু শক্তি উৎপাদনে আরও জোয়ার আসবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। বুধবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৭ মে ২০১৭ ২১:০৬
Share: Save:

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ১০টি পারমাণবিক চুল্লি তৈরি করবে কেন্দ্র। এতে দেশের পরমাণু শক্তি উৎপাদনে আরও জোয়ার আসবে বলেই ধারণা বিশেষজ্ঞদের। বুধবার এই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ক্যাবিনেট। পরমাণু শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই প্রথম একসঙ্গে এত বড় মাপের কোনও প্রকল্পে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার। এ দিন এ কথা জানিয়ে কেন্দ্রীয় বিদ্যুৎমন্ত্রী পীয়ূষ গয়াল বলেন, “এর ফলে মোট ৭ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পরমাণু শক্তি উৎপন্ন হবে।”

বিদ্যুৎ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, রাজস্থানের মাহি বাঁশওয়াড়া, মধ্যপ্রদেশের চুটকা, কর্নাটকের কাইগা এবং বহিয়ানার গোরক্ষপুরে ওই ১০টি চুল্লি তৈরি করা হবে। প্রস্তাবিত প্রকল্পে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে প্রায় ৩৪ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে দাবি কেন্দ্রের। এ ছাড়া, এই প্রকল্পের বাস্তবায়ন হলে প্রায় ৭০ হাজার কোটি টাকার কাজের বরাত পাবে দেশীয় সংস্থাগুলি।

আরও পড়ুন

কনে মত দিলে তবেই তিন তালাক, সম্ভব কি না জানতে চাইল সুপ্রিম কোর্ট

পরমাণু শক্তি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, উচ্চ চাপে ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইড দিয়ে এই পরমাণু চুল্লিগুলি চালানো হবে। এই মুহূর্তে দেশে ২২টি চুল্লি থেকে ৬৭৮০ মেগাওয়াট শক্তি উৎপন্ন হয়। এ ছাড়া, রাজস্থান, গুজরাত ও তামিলনাড়ুতে নির্মীয়মাণ পরমাণু চুল্লিগুলিতে উৎপাদন শুরু হলে আগামী ২০২১-’২২ অর্থবর্ষের মধ্যে আরও ৬৭০০ মেগাওয়াট শক্তি উৎপন্ন হবে বলে আশা করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Atomic Reactors Nuclear Power
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE