মাদার টেরেসার ছবি সরিয়ে নিজের অফিস-ঘরে নরেন্দ্র মোদীর ছবি সাজালেন শিলচরের নবনিযুক্ত পুরপ্রধান নীহারেন্দ্র নারায়ণ ঠাকুর। তিনি জানালেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিও সেখানে থাকবে।
একইসঙ্গে ওই ঘরের দেওয়াল থেকে খুলে নেওয়া হল মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে সাংসদ সুস্মিতা দেবের ছবি। পুরসভার চেয়ারপার্সন থাকাকালীন ছবিগুলি টাঙিয়েছিলেন সুস্মিতাদেবীই।
দ্বিতীয় ছবিটি নিয়ে কেউ মন্তব্য না-করলেও, ভারতরত্ন মাদার টেরেসার ছবি সরানো নিয়ে শহরে ক্ষোভ ছড়িয়েছে। সমালোচনায় সরব কংগ্রেস। জঞ্জাল সাফাই, জল কর কমানোর দাবিতে গত কালই তাঁরা নীহারেন্দ্রবাবুর সঙ্গে দেখা করেছিলেন। শপথ গ্রহণের ৭ দিনের মধ্যেই কাজের হিসেব চাইতে যাওয়ায় প্রকাশ্যেই ক্ষোভ জানান পুরপ্রধান।