ফের ধাক্কা নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এ বার ইস্তফা দিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য জর্জ ইও। দিন কয়েক আগে কেন্দ্র রাতারাতি নির্দেশ জারি করে উপার্চায গোপা সাবরেওয়ালকে ইস্তফা দিতে বলে। ভেঙে দেওয়া হয় পরিচলন কমিটিও। পুরনো সদস্য মেঘনাদ দেশাই, অমর্ত্য সেন, সুগত বসুর পরিবর্তে বসানো হয় তিন সঙ্ঘ ঘনিষ্ঠকে। বিশ্ববিদ্যালয়ের ভিজিটর তথা রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে পাঠানো ইস্তফায় জর্জ ইও জানিয়েছেন— বিশ্ববিদ্যালয় পরিচালনায় যে স্বায়ত্তশাসনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা না-পাওয়ায় তিনি ইস্তফা দিচ্ছেন।
অমর্ত্য সেনের পরে দ্বিতীয় আচার্য হিসাবে এই জুলাইয়েই দায়িত্ব নিয়েছিলেন জর্জ ইও। কিন্তু ২২ নভেম্বর যে ভাবে পরিচালন সমিতি ভেঙে দিয়ে, উপাচার্যকে সরে যেতে বলা হয়, তাতে ক্ষোভ চেপে রাখেননি আচার্য। তিনি জানান, ঠিক হয়েছিল নতুন উপাচার্য দায়িত্ব না নেওয়া পর্যন্ত অস্থায়ী ভাবে কাজ করবেন গোপা। কিন্তু যে ভাবে গোপাকে সরিয়ে দেওয়া হল, তা বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুভ নয়। ইও-র অভিযোগ, উপাচার্যকে যে সরানো হচ্ছে সেটাও তাঁকে জানানো হয়নি। শিক্ষাবিদ মহলের মতে, স্বাধীন ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হলেও কোনও দিন সেই পরিবেশ পাননি ইও। পরিবর্তে পিছন থেকে ছড়ি ঘুরিয়েছে কেন্দ্র তথা সঙ্ঘ পরিবার। এমনকী পরিচলন পর্ষদে কোন কোন দেশের প্রতিনিধিত্ব থাকবে, সে বিষয়ে নালন্দা সংক্রান্ত আইনে সংশোধনী আনার প্রতিশ্রুতি দেওয়া হলেও তা গত কয়েক বছরে হয়নি। এরই মধ্যে কেন্দ্র নির্দেশ জারি করে উপাচার্যকে সরানো ও পরিচালন কমিটি ভেঙে দেওয়ায় হতাশ হয়ে ইস্তফার রাস্তা বেছে নিচ্ছেন তিনি।