এক বার দু’বার নয়। ৩৯ বারের চেষ্টার পর চাঁদে যেতে পেরেছিল আমেরিকা। তিন মহাকাশচারীকে নামাতে পেরেছিল। আর সেটা সম্ভব হয়েছিল ‘অ্যাপোলো-১১’ মহাকাশযান একাদশী তিথিতে রওনা হয়েছিল বলে।
চন্দ্রাভিযানে মার্কিন সাফল্যের কারণ ব্যাখ্যা করতে গিয়ে সোমবার এই নতুন ‘তত্ত্ব’টি দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রাক্তন কর্মী সম্ভাজি ভিড়ে। ২০১৮-র কোরেগাঁও-ভিমা হিংসার ঘটনার অন্যতম অভিযুক্ত সম্ভাজি এখন মহারাষ্ট্রে ‘শিব প্রতিষ্ঠান হিন্দুস্থান’ নামে একটি সংস্থা চালান। 'চন্দ্রযান-২'-এর ল্যান্ডার 'বিক্রম'-এর চাঁদের মাটিতে পা ছোঁয়ানোর দিন গত ৭ সেপ্টেম্বর ছিল অষ্টমী তিথি। আর যে দিন চন্দ্রযান-২ চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছিল, সেই ২২ জুলাই দিনটিও একাদশী তিথি ছিল না।
এর আগেও বিতর্কিত মন্তব্য করে সংবাদের শিরোনামে এসেছেন সম্ভাজি। নাসিকে বলেছিলেন, “আম খুবই শক্তিশালী ও পুষ্টিকর। আমার বাগান থেকে যে মহিলারা আম খেয়েছেন, তাঁরা সকলেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন।’’