Advertisement
২৬ এপ্রিল ২০২৪

বালিতে গ্রেফতার ছোটা রাজন

বালিতে গ্রেফতার হলেন ‘মাফিয়া ডন’ ছোটা রাজন। অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছতেই রাজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়ার পর ছোটা রাজন। ইন্দোনেশিয়ায়। ছবি ইন্টারপোলের সৌজন্যে।

গ্রেফতার হওয়ার পর ছোটা রাজন। ইন্দোনেশিয়ায়। ছবি ইন্টারপোলের সৌজন্যে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০১৫ ১৪:৪১
Share: Save:

বালিতে গ্রেফতার হলেন ‘মাফিয়া ডন’ ছোটা রাজন। অস্ট্রেলিয়া থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছতেই রাজনকে গ্রেফতার করা হয়েছে। ভুয়ো পরিচয়ে সিডনিতে ছিলেন ছোটা রাজন। সেখান থেকে ইন্দোনেশিয়ার বালিতে এসে পৌঁছলে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সংবাদ সংস্থা এএফপি এই খবর দিয়েছে।

ছোটা রাজন যে অস্ট্রেলিয়া থেকে কয়েক দিনের মধ্যেই বালিতে পৌঁছচ্ছে, সে খবর সিডনি পুলিশের কাছ থেকে আগেই পেয়ে গিয়েছিল ইন্দোনেশিয়ার পুলিশ। রবিবার সিডনি থেকে বিমানে ওঠার সঙ্গে সঙ্গেই ইন্দোনেশিয়ার পুলিশকে সতর্ক করে দেয় অস্ট্রেলিয়া প্রশাসন। ছোটা রাজনের জন্য তৈরি হয়েই ছিল ইন্দোনেশিয়ার পুলিশ। রবিবার সকালে বালির ডেন পাসারে এন রাই বিমানবন্দরে গারুদা বিমান থেকে নামতেই আটক করা হয় ছোটা রাজনকে। ওই ব্যক্তিকে সিবিআই ছোটা রাজন বলে শনাক্ত করার পরেই তাকে গ্রেফতার করে ইন্দোনেশিয়ার পুলিশ।

সিবিআইয়ের অধিকর্তা অনিল সিনহা এ দিন সাংবাদিকদের জানিয়েছেন, রাজনকে ধরার জন্য বেশ কয়েক বছর আগে ইন্টারপোলের মাধ্যমে তাঁকে গ্রেফতারের নোটিশ জারি করা হয়েছিল। ইন্টারপোলের সেই নোটিশ দেখে অস্ট্রেলিয়া প্রশাসন ভারতের পুলিশ ও গোয়েন্দা অফিসারদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করে। ওই সময় ভারতীয় অফিসাররা ছোটা রাজনকে গ্রেফতারের ব্যাপারে ‘সবুজ সঙ্কেত’ দিলে প্রস্তুতি নিতে শুরু করে অস্ট্রেলিয়া প্রশাসন।

টিকিট ব্ল্যাকার থেকে ‘হিরো’ ছোটা রাজন!

বালি পুলিশ জানিয়েছে, ৫৫ বছর বয়সের রাজেন্দ্র সদাশিব নিকালজে ওরফে ছোটা রাজন এত দিন গা ঢাকা দিয়ে ছিলেন অস্ট্রেলিয়ারই বিভিন্ন জায়গায়। রাজনের বিরুদ্ধে মুম্বইয়ে সাংবাদিক জ্যোতির্ময় দে’কে খুন-সহ ভারতে নানা ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

‘মাফিয়া ডন’ ছোটা রাজনের গ্রেফতার হওয়ার খবরটি আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফেও সমর্থন করা হয়েছে। বলা হয়েছে, যাতে আর দেরি না করে এ বার ছোটা রাজনকে ভারতের হাতে তুলে দেওয়া হয়, তার জন্য দিল্লির যা যা করার তা করা হবে। ছোটা রাজনের বিরুদ্ধে ভারতে আইনি প্রক্রিয়া শুরু করার কাজও তড়িঘড়ি শুরু করে দেওয়া হবে বলে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

এ বছর জুলাইয়ে তাঁর প্রাক্তন সাগরেদ ছোটা রাজনকে খুনের ফন্দি এঁটেছিলেন দাউদ। তবে রাজন অন্যত্র পালিয়ে যাওয়ায় শেষমেশ তা ভেস্তে যায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chchota rajan bali arrested indonesia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE