সম্পর্ক ছিন্ন করায় এক তরুণীকে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল তাঁর প্রেমিকের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ের নাভালুরে। এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ওই তরুণী।
পুলিশ জানিয়েছে, আক্রান্ত তরুণীর নাম গায়ত্রী। তিনি কাড্ডালুরের বাসিন্দা। গায়ত্রী নাভালুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের বি টেক-এর দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি হস্টেলে থেকে পড়াশোনা করেন। তলেজে ভর্তি হওয়ার পর থেকেই প্রেমিক রত্নমকে এড়িয়ে চলা শুরু করেন। এই বিষয়টি মোটেই ভাল ভাবে নিতে পারেননি তিনি।
আরও পড়ুন:
তদন্তে পুলিশ জানতে পেরেছে, গায়ত্রী তাঁর সঙ্গে সম্পর্ক রাখতে চান না জানানোর পরেও রত্নম বার বার উত্ত্যক্ত করতেন। বুধবার গায়ত্রীকে দেখা করতে বলেন তিনি। গায়ত্রীকে রত্নম জানান, একটি গুরুত্বপূর্ণ কথা আছে, তাঁর সঙ্গে সে বিষয়ে আলোচনা করতে চান। রত্নমের ডাকে সাড়া দিয়ে হস্টেল থেকে বেরিয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান গায়ত্রী। তিনি পৌঁছোতেই রত্নম তাঁকে আবার নতুন করে সম্পর্ক জোড়ার জন্য বলেন। কিন্তু গায়ত্রী আবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় আচমকাই একটি বোতল থেকে পেট্রল তাঁর গায়ে ঢেলে দেন। তার পর আগুন জ্বালিয়ে দেন। গায়ত্রীর চিৎকার শুনে স্থানীয়েরা ছুটে আসেন। তাঁকে উদ্ধার করেন। ধরে ফেলেন রত্নমকেও। তার পর তাঁকে পুলিশের হাতে তুলে দেন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয় গায়ত্রীকে।