Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Chess Olympiad

Napier Bridge: চেন্না‌ইয়ে বসছে দাবা অলিম্পিয়াড, সাদা-কালো চৌখুপিতে কিস্তি মাত ১৫৩ বছরের নেপিয়র সেতুর

নেপিয়র সেতু চেন্নাইয়ের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। কুবম নদীর উপর এই সেতু ১৫৩ বছরের পুরনো।

দাবার বোর্ডের রূপ দেওয়া হয়েছে নেপিয়র সেতুকে। ছবি সৌজন্য টুইটার।

দাবার বোর্ডের রূপ দেওয়া হয়েছে নেপিয়র সেতুকে। ছবি সৌজন্য টুইটার।

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ১৭ জুলাই ২০২২ ১৫:০৯
Share: Save:

রাজা…মন্ত্রী...ঘোড়া…বোড়ে!

না, এটা কোনও দাবার বোর্ড নয়। এটি চেন্নাইয়ের একটি সেতু। নেপিয়র ব্রিজ। রঙের জন্য সেতুটি বেশ নজর কাড়ছে।

কিন্তু হঠাৎ একটি সেতুকে এমন ভাবে সাজিয়ে তোলা হল কেন? প্রশ্নটা মনে ঘুরপাক খেতেই পারে। তা হলে সেই প্রশ্নের নিরসন করা যাক।

আসলে, ২৮ জুলাই চেন্নাইয়ে ৪৪তম দাবা অলিম্পিয়াডের আসর বসতে চলেছে। দেশের ‘দাবার রাজধানী’ হিসাবে পরিচিত চেন্নাই। রাজধানীতে দাবার আসর বসবে, তাঁর ছোঁয়া থাকবে না কোথাও, এটা কি হতে পারে! তাই নেপিয়র সেতুকেই দাবার মতো সাজিয়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন।

সেতুর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পুরোটাই সাদা-কালো রঙে ভরিয়ে তোলা হয়েছে। আর সেতুর মাধ্যমেই একটা বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে যে, আর কয়েক দিনের মধ্যেই আন্তর্জাতিক মানের দাবার আসর বসতে চলেছে এই শহরে। নেপিয়র সেতু চেন্নাইয়ের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। কুবম নদীর উপর এই সেতু ১৫৩ বছরের পুরনো।

এ বছরের দাবা অলিম্পিয়াডে দু’হাজার প্রতিযোগী অংশ নিতে পারেন বলে আশা করছেন আয়োজকরা। ২৮ জুলাই থেকে শুরু হবে এই প্রতিযোগিতা। শেষ হবে ১০ অগস্ট। বিশ্বের ১৮৮ দেশ এই প্রতিযোগিতায় তাদের নাম নথিভুক্ত করিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chess Olympiad Chennai Napier Bridge
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE