Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Chattisgarh

কুকুর পেল মাসের সেরা পুলিশের সম্মান, ছত্তীসগঢ়ে ডাকাতির কিনারা করে নায়ক ‘রুবি’

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সারাংগড় রয়্যাল প্যালেসে প্রায় ছ’লক্ষ টাকার ডাকাতির ঘটনা ঘটে। খোয়া যায় রুপোর দু’টি বহুমূল্য থালা।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সারাংগড় রয়্যাল প্যালেসে প্রায় ছ’লক্ষ টাকার ডাকাতির ঘটনা ঘটে। খোয়া যায় রুপোর দু’টি বহুমূল্য থালা।  ছবি: টুইটার

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সারাংগড় রয়্যাল প্যালেসে প্রায় ছ’লক্ষ টাকার ডাকাতির ঘটনা ঘটে। খোয়া যায় রুপোর দু’টি বহুমূল্য থালা। ছবি: টুইটার

সংবাদ সংস্থা
রায়গড় শেষ আপডেট: ১৫ ডিসেম্বর ২০২০ ১৬:৪৯
Share: Save:

মাসের সেরা পুলিশকর্মীর সম্মান পেল একটি পুলিশ কুকুর। ছত্তীসগঢ় পুলিশের রায়গড় জেলায় সারাংগড় রয়্যাল প্যালেসে ডাকাতির কিনারা করে দুই পুলিশকর্মীর সঙ্গে পুলিশ কুকুর রুবিও জিতে নিল সেরা পুলিশের সম্মান।

সাংবাদিকদের এই খবর দিয়ে রায়গড় পুলিশের সুপার সন্তোষ সিংহ জানিয়েছেন, “যে পুলিশকর্মীরা ভাল কাজ করেন, প্রতি মাসেই তাঁদের সেরার সম্মান দেওয়া হয়। সেই পুলিশকর্মীদের দেওয়া হয় নগদ উপহার, তা ছাড়া বিভিন্ন থানায় তাঁদের ছবি টাঙানো থাকে।’’

এই মাসেই সেই বিষয়ে এক অভিনব সংযোজন ঘটাল ছত্তীসগঢ় পুলিশ। সুপার জানালেন, ‘‘আইনি বিভাগ থেকে একজন ও কুকুর পালনের বিভাগ থেকে একজনকে এই মাসে পুরস্কার দেওয়া হয়েছে। পাশাপাশি পুরস্কার পেয়েছে পুলিশ কুকুর রুবি।’’

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সারাংগড় রয়্যাল প্যালেসে প্রায় ছ’লক্ষ টাকার ডাকাতির ঘটনা ঘটে। খোয়া যায় রুপোর দু’টি বহুমূল্য থালা। রুবি এই ডাকাতির সমাধানে প্রধান ভূমিকা নিয়েছে। গন্ধ শুঁকে বের করেছে অপরাধীকে।

আরও পড়ুন: নিয়মিত বস্তুর সঙ্গে যৌনতা, এই মহিলা বিয়ে করলেন ব্রিফকেসকে

আরও পড়ুন: মত্ত স্বামী জুয়ায় বাজি রাখল স্ত্রীকে, বন্ধুরা ধর্ষণ করল সামনেই​

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Chattisgarh Dog
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE