গোয়া ভোগভূমি নয়, যোগভূমি এবং গোমাতাভূমি! শনিবার একটি হিন্দুত্ববাদী সংগঠনের কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত। গোয়ার উৎপত্তির ইতিবৃত্ত ব্যাখ্যা করে তিনি জানান, বিষ্ণুর অবতার পরশুরাম আরব সাগরে কুঠার নিক্ষেপ করে গোয়া তৈরি করেন।
মুখ্যমন্ত্রী প্রমোদের কথায়, “এটা প্রভু পরশুরামের ভূমি।” এই সূত্রেই প্রমোদ জানান, গোয়ার সমুদ্রসৈকতের আকর্ষণে নয়, সেখানকার মন্দির এবং সংস্কৃতির টানেই দলে দলে মানুষ যান সেখানে।
শনিবার ‘সনাতন রাষ্ট্র শঙ্খনাদ মহোৎসব’-এ যোগ দেন গোয়ার মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, আগে যখন মানুষজন গোয়ায় আসতেন, তাঁরা মনে করতেন এটা ভোগভূমি। কিন্তু এটা ভোগভূমি নয়। এটা যোগভূমি এবং গোমাতাভূমি।” গোয়ার মন্দিরগুলির প্রশংসা করে মুখ্যমন্ত্রী বলেন, “সরকার নয়, স্থানীয় মানুষেরাই প্রাচীন প্রথা মেনে এগুলির রক্ষণাবেক্ষণ করছেন।”