E-Paper

পরিবর্তন ঘটছে সেনায়, মনে করছেন সেনাপ্রধান

সেনাপ্রধানের দাবি, সেনা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে। সেই সঙ্গে চিন ও পাকিস্তানের কার্যকলাপের কথা মাথায় রেখে অভিযানের জন্য প্রস্তুতিও বজায় রাখা হচ্ছে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৮ মার্চ ২০২৩ ০৬:০২
Manoj Pande

সেনাপ্রধান মনোজ পাণ্ডে। ছবি: পিটিআই।

ভারতীয় সেনায় পরিবর্তনের প্রক্রিয়া চলছে বলে মন্তব্য করলেন সেনাপ্রধান মনোজ পাণ্ডে। তাঁর দাবি, সেনা প্রযুক্তির মাধ্যমে দক্ষতা বাড়ানোর চেষ্টা করছে। সেই সঙ্গে চিন ও পাকিস্তানের কার্যকলাপের কথা মাথায় রেখে অভিযানের জন্য প্রস্তুতিও বজায় রাখা হচ্ছে।

আজ দিল্লিতে এক অনুষ্ঠানে সেনাপ্রধান বলেন, ‘‘প্রযুক্তি ব্যবহার করে আধুনিকীকরণের জন্য নানা পদক্ষেপ করছে সেনা। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যুদ্ধের চেহারাই পাল্টে দিতে পারে।’’ সেনাপ্রধানের মতে, ‘‘ইউক্রেন যুদ্ধ বুঝিয়ে দিয়েছে জমি দখল এখনও লড়াইয়ের একটি মূল লক্ষ্য। ভারতের বিভিন্ন সীমান্ত নিয়ে বিবাদ আছে। তাই আমাদের ক্ষেত্রে জমি দখলই হার-জিতের ফয়সালা করবে।’’ তাঁর দাবি, আপাতত প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি স্থিতিশীল। চিনের সব গতিবিধির উপরে নজর রাখছে ভারত।

অগ্নিবীর প্রকল্পের মাধ্যমে সেনায় নিয়োগ নিয়ে বড় বিক্ষোভের মুখে পড়তে হয়েছিল সরকারকে। কিন্তু সেনাপ্রধানের বক্তব্য, ‘‘অগ্নিবীর সংস্কারেরই অঙ্গ। তা ঠিক ভাবে কার্যকর করা প্রয়োজন। কম সময়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা খুব গুরুত্বপূর্ণ। অগ্নিবীর প্রকল্পের অধীনে যোগ দিতে আসা যুবকদের মধ্যে প্রবল উৎসাহ দেখা গিয়েছে।’’ নরেন্দ্র মোদী সরকারের ‘আত্মনির্ভর ভারত’-এর প্রকল্পকে কার্যকর করতে সেনা সব রকম পদক্ষেপ করছে বলে জানিয়েছেন সেনাপ্রধান। তাঁর দাবি, সম্প্রতি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামগ্রীর ব্যবহার বাড়িয়েছে সেনা। আমেরিকা, রাশিয়া, ফ্রান্সের মতো দেশ থেকে আমদানি করা অস্ত্রের উপরে নির্ভরতা কমানো প্রয়োজন।

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Indian Army

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy