Advertisement
০৬ মে ২০২৪
National News

‘শিশু পাচার’ খোঁচা খেয়ে রাজ্যসভায় রণমূর্তি রূপা, আঙুল উঁচিয়ে বাদানুবাদ

রাজ্যসভায় রণমূর্তি ধরলেন রূপা গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গে শিশুপাচার চক্রের প্রসঙ্গ টেনে নাম না করে রূপাকে খোঁচা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রজনী পাতিল। কংগ্রেস সাংসদের মন্তব্য শুনেই প্রবল রেগে গেলেন রূপা। তীব্র বাদানুবাদে জড়ালেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পিজে ক্যুরিয়েনের সঙ্গে। নিজের আসন ছেড়ে নেমে এলেন ওয়েলে।

ডেপুটি চেয়ারম্যান পিজে ক্যুরিয়েনের সঙ্গে তখন তীব্র বাদানুবাদে রূপা গঙ্গোপাধ্যায়, রাজ্যসভায় বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

ডেপুটি চেয়ারম্যান পিজে ক্যুরিয়েনের সঙ্গে তখন তীব্র বাদানুবাদে রূপা গঙ্গোপাধ্যায়, রাজ্যসভায় বৃহস্পতিবার। ছবি: পিটিআই।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ১৭:৫২
Share: Save:

রাজ্যসভায় রণমূর্তি ধরলেন রূপা গঙ্গোপাধ্যায়। পশ্চিমবঙ্গে শিশুপাচার চক্রের প্রসঙ্গ টেনে নাম না করে রূপাকে খোঁচা দিয়েছিলেন কংগ্রেস সাংসদ রজনী পাতিল। কংগ্রেস সাংসদের মন্তব্য শুনেই প্রবল রেগে গেলেন রূপা। তীব্র বাদানুবাদে জড়ালেন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পিজে ক্যুরিয়েনের সঙ্গে। নিজের আসন ছেড়ে নেমে এলেন ওয়েলে। আঙুল উঁচিয়ে ছুটে গেলেন ক্যুরিয়েনের দিকে। এর পর মুখতার আব্বাস নকভির হস্তক্ষেপে নিজের আসনে রূপা ফিরলেন বটে, তবে বাদানুবাদ সহজে থামেনি।

রূপা সম্পর্কে কী বলেছিলেন রজনী পাতিল? তিনি এ দিন জলপাইগুড়ির শিশুপাচার চক্রের প্রসঙ্গটি তুলে ধরেছিলেন রাজ্যসভায়। বিজেপির এক নেত্রী সেই মামলায় গ্রেফতার হয়েছেন বলে উল্লেখ করেন রজনী। তার পরই রজনী দাবি করেন, জেরায় দু’জনের নাম উঠে এসেছে। তাঁদের মধ্যে এক জন সাংসদ, যিনি সভায় উপস্থিত রয়েছেন। আর এক জন মধ্যপ্রদেশের নেতা। রজনী পাতিল কারও নাম করেননি ঠিকই, কিন্তু তাঁর ইঙ্গিত যে রূপা গঙ্গোপাধ্যায় আর কৈলাস বিজয়বর্গীয়ের দিকেই ছিল, সে কথা অনেকেই বুঝে নিয়েছিলেন।

রজনীর এই মন্তব্যে বেজায় চটে যান রূপা। উঠে দাঁড়িয়ে হইচই শুরু করেন তিনি। রাজ্যসভায় তখন সভাপতিত্ব করছিলেন ডেপুটি চেয়ারম্যান পিজে ক্যুরিয়েন। তিনি রূপাকে বসতে বলেন। কিন্তু রূপা বলতে থাকেন, ‘‘এক মিনিট সময় দিন, আমকে বলতে দিতে হবে।’’ ক্যুরিয়েন রূপাকে বোঝানোর চেষ্টা করছিলেন যে, কংগ্রেস সাংসদ এক বারও তাঁর নাম নেননি। কিন্তু রূপা তাঁকে বলতে দেওয়ার দাবিতে প্রথমে তুমুল হট্টগোল শুরু করে দেন। তার পর আসন ছেড়ে তিনি ওয়েলে নেমে আসেন। ক্যুরিয়েন তাঁকে ধমকের সুরে আসনে ফিরে যেতে বলেন। কিন্তু রণমূর্তি রূপা গঙ্গোপাধ্যায় ডেপুটি চেয়ারম্যানের দিকে পাল্টা আঙুল উঁচিয়ে আরও তেতে ওঠেন।

আরও পড়ুন: দ্রুত এগোচ্ছে চন্দ্রভাগার উপর ৬ জলবিদ্যুৎ প্রকল্প, আতঙ্কে ইসলামাবাদ

পিজে ক্যুরিয়েনের সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের তুমুল বাদানুবাদের জেরে হইচই শুরু হয়ে যায় গোটা সভাতেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছিল। তা দেখে নিজের আসন ছেড়ে ওয়েলে চলে আসেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভি। রূপাকে আসনে ফিরিয়ে নিয়ে যান তিনিই।

শিশুপাচার চক্রে বিজেপি নেত্রী জুহি চৌধুরীর নাম জড়ানোর পর রূপা গঙ্গোপাধ্যায় প্রকাশ্যেই জুহির হয়ে সওয়াল করেছিলেন। তার জেরে প্রবল রাজনৈতিক আক্রমণের মুখে পড়েন রূপা। শিশু পাচারকারীকে আড়াল করছেন রূপা, তাঁর রাজনৈতিক বিরোধীরা এমনই বলতে শুরু করেন। রাজ্যসভায়ও সেই প্রসঙ্গ এ দিন উঠে এল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE