Advertisement
০৩ মে ২০২৪

চিন ভারতের বিরোধিতা করছে না, সাংবাদিক বৈঠক ডেকে জানালেন সুষমা

চিন এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে না। সাংবাদিক বৈঠক ডেকে জানালেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার দক্ষিণ কোরিয়ার সোলে বৈঠকে বসছে এনএসজি-ভুক্ত দেশগুলি। তার ঠিক ২৪ ঘণ্টা আগে ভারতীয় বিদেশমন্ত্রীর এই মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, সঙ্গে বিদেশ সচিব<br> এস জয়শঙ্কর। রবিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ, সঙ্গে বিদেশ সচিব<br> এস জয়শঙ্কর। রবিবার নয়াদিল্লিতে। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২০ জুন ২০১৬ ০১:৪২
Share: Save:

চিন এনএসজিতে ভারতের অন্তর্ভুক্তির বিরোধিতা করছে না। সাংবাদিক বৈঠক ডেকে জানালেন বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার দক্ষিণ কোরিয়ার সোলে বৈঠকে বসছে এনএসজি-ভুক্ত দেশগুলি। তার ঠিক ২৪ ঘণ্টা আগে ভারতীয় বিদেশমন্ত্রীর এই মন্তব্যকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

গোটা বিশ্বে পরমাণু জ্বালানি ও প্রযুক্তির বাণিজ্য নিয়ন্ত্রণ করে যে ৪৮ দেশের সংগঠন, সেই এনএসজি-র ২৩টি সদস্য দেশের সঙ্গে ভারতের কথা হয়েছে বলে সুষমা স্বরাজ রবিবার জানিয়েছেন। বিদেশ মন্ত্রী আরও জানান, ২১টি দেশই ভারতকে সমর্থন করতে প্রস্তুত। ২টি দেশের তরফে কিছু প্রশ্ন রয়েছে। চিন প্রসঙ্গে ভারতীয় বিদেশ মন্ত্রী এ দিন বলেছেন, ‘‘চিন ভারতের সদস্যপদের বিরোধিতা করছে না, চিন কিছু পদ্ধতিগত বিষয়ের কথা তুলে ধরেছে।’’ এনএসজি-তে ভারতের অন্তর্ভুক্তির বিষয়ে ভারত কতটা আশাবাদী, তা আরও স্পষ্ট করে এ দিন জানিয়েছেন সুষমা। তিনি বলেন, ‘‘এ বছর শেষ নাগাদ ভারত এনএসজির সদস্যপদ পাচ্ছে বলে আমরা আশা করছি।’’

দু’দিন আগেই বেশ গোপনে বেজিং সফর সেরে এসেছেন ভারতের বিদেশ সচিব এস জয়শঙ্কর। দেশের গণমাধ্যমকেও আগে থেকে প্রায় কিছু না জানিয়ে যে ভাবে এনএসজি বৈঠকের কয়েক দিন আগে বেজিং সফর সেরে এসেছেন ভারতের বিদেশ সচিব, তা বিভিন্ন মহলে আগেই জল্পনার জন্ম দিয়েছিল। সেই সফরের পরেই বিদেশ মন্ত্রী সাংবাদিক বৈঠক ডেকে জোর দিয়ে বললেন, চিন ভারতের বিরোধিতা করছে না। সুষমা স্বরাজের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ, বলছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: নীরবে বেজিং সফর ভারতীয় বিদেশ সচিবের, আবার চাপে পাকিস্তান

পাকিস্তানও এনএসজি সদস্যপদ পাওয়ার আবেদন জানিয়েছে। সে প্রসঙ্গে ভারতের অবস্থান কী? সুষমার জবাব, ‘‘আমরা কারও অন্তর্ভুক্তিতে বাধা দিতে চাইব না। কিন্তু আমরা চাইব, আবেদন যে দেশই করুক, তা যেন যোগ্যতার ভিত্তিতে বিবেচিত হয়।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NSG India China No Opposition Sushma Swaraj
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE