Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ধর্মাচরণে হস্তক্ষেপ! ক্ষুব্ধ যাজকেরা

সম্প্রতি কেরলের এক গির্জার একাধিক যাজকের বিরুদ্ধে ধর্ষণ ও হুমকির অভিযোগ আনেন এক মহিলা। তাঁর দাবি, কৈশোরে এক যাজকের হাতে তিনি ধর্ষিতা হন।

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
তিরুঅনন্তপুরম শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৮ ০৪:১১
Share: Save:

খ্রিস্টানদের স্বীকারোক্তি প্রথা বা ‘কনফেশনস’ অবিলম্বে বন্ধ করে দেওয়া উচিত, জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার এই মন্তব্যে বেজায় চটেছে কেরলের খ্রিস্টান যাজকগোষ্ঠী। শুক্রবার কেরলের শীর্ষ ক্যাথলিক গির্জা কর্তৃপক্ষ জানান, রেখার মন্তব্যের প্রতিবাদে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেবেন। তাঁদের দাবি ধর্মাচরণে হস্তক্ষেপ করে তাঁদের সাংবিধানিক অধিকার খর্ব করার চেষ্টা করা হচ্ছে।

সম্প্রতি কেরলের এক গির্জার একাধিক যাজকের বিরুদ্ধে ধর্ষণ ও হুমকির অভিযোগ আনেন এক মহিলা। তাঁর দাবি, কৈশোরে এক যাজকের হাতে তিনি ধর্ষিতা হন। সেই কথা স্বীকারোক্তি প্রথায় অন্য যাজককে জানালে তিনিও তাঁকে একই ভাবে অত্যাচার করেন। সেই প্রসঙ্গেই রেখাদেবী এই প্রথা বন্ধের কথা বলেন। সেই মামলায় স্থগিতাদেশ চেয়ে শীর্ষ আদালতে আর্জি জানিয়েছিলেন অভিযুক্ত যাজক।

সেই আর্জি খারিজ করে সুপ্রিম কোর্টের বিচারপতি এ কে সিক্রি এবং বিচারপতিঅশোক ভূষণের বেঞ্চ মন্তব্য করে, ‘‘কেরলে কী চলছ? যাজকেরা সমানে ধর্ষণে অভিযুক্ত হচ্ছেন!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Church National Commission of Women Catholic Church
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE