Advertisement
E-Paper

কর্নাটকে ‘ভোট চুরি’, বাংলা থেকে ‘চোর’কে গ্রেফতার করে নিয়ে গেল সিআইডি! কী করেছিলেন যুবক

অভিযোগ, কর্নাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের ভোটে কারচুপির চেষ্টা করেছেন নদিয়ার যুবক। তাঁকে ধরতে পশ্চিমবঙ্গে এসেছিল কর্নাটকের সিআইডি-র একটি দল।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০২৫ ১৪:০৮
কর্নাটকে ভোট চুরির অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে এক জনকে।

কর্নাটকে ভোট চুরির অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে এক জনকে। —প্রতিনিধিত্বমূলক চিত্র।

কর্নাটকে ভোট চুরির অভিযোগে পশ্চিমবঙ্গের নদিয়া জেলা থেকে এক যুবককে গ্রেফতার করে নিয়ে গিয়েছে সে রাজ্যের পুলিশের গোয়েন্দা বিভাগ, সিআইডি। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত বুধবার ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুতে। আপাতত তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন গোয়েন্দারা।

ধৃতের নাম বাপি আদ্য। ২৭ বছরের এই যুবকের বিরুদ্ধে অভিযোগ, তিনি কর্নাটকের আলন্দ বিধানসভা কেন্দ্রের ভোটে কারচুপির চেষ্টা করেছেন। ওই কেন্দ্রের বহু ভোট বাতিল করে দেওয়ার আবেদন জানিয়েছে‌ন। অধিকাংশ ক্ষেত্রেই তা সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া সম্প্রদায়ের ভোট। তাঁর ব্যাঙ্কের লেনদেনের সূত্র ধরে গোয়েন্দারা নদিয়া পর্যন্ত পৌঁছোন।

কর্নাটকে বিধানসভা নির্বাচন হয়েছে ২০২৩ সালে। সেই সময় ভোটে কারচুপির অভিযোগ উঠেছিল। আলন্দ কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে ভোটে জিতেছেন বিআর পাটিল। কিন্তু ভোট চুরির অভিযোগ তিনিই নির্বাচন কমিশনে করেছিলেন। মন্ত্রী প্রিয়ঙ্ক খড়্গেও পৃথক ভাবে কমিশনে অভিযোগ জানান। দীর্ঘ দিন এই অভিযোগের ভিত্তিতে কোনও পদক্ষেপ করা হয়নি। কংগ্রেস তা নিয়ে সরব ছিল প্রথম থেকেই। গত সেপ্টেম্বর মাসে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সাংবাদিক বৈঠক করে কর্নাটকের ভোট চুরি নিয়ে কমিশনকে তুলোধনা করেন। অভিযোগ ছিল, অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে কমিশন। অভিযোগ পেয়েও পদক্ষেপ করা হচ্ছে না। এ বার কমিশন তার ভিত্তিতে পদক্ষেপ করল। উল্লেখ্য, যে আলন্দ কেন্দ্রে ভোটে কারচুপির অভিযোগ উঠেছে, সেখানে কংগ্রেসের প্রার্থী ১০ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। ভোট চুরি না হলে এই ব্যবধান আরও বাড়তে পারত বলে তাদের দাবি।

ভোট বাতিল করার অস্বাভাবিক আবেদনের কথা জানতে পেরে তৎপর হয় কমিশন। কেন এই ধরনের আবেদন করেছিলেন যুবক, কার নির্দেশে তা করা হয়েছিল, এর সঙ্গে আর কত জন জড়িত, খতিয়ে দেখা হচ্ছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই সংক্রান্ত আরও তথ্য সংগ্রহের চেষ্টা করছে সিআইডি।

Karnataka Assembly Election 2023 CID Vote Chori
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy