Advertisement
০৪ মে ২০২৪

পুজোর আগে শহর সাফাইয়ের আশ্বাস

পুজোর মরশুমে শহরকে জঞ্জাল-মুক্ত করতে এগিয়ে এলেন বিজেপির সদ্য নিযুক্ত জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। শহরের দুর্গাপুজো নিয়ে জেলাশাসক প্রশান্ত মহন্তর ডাকা বৈঠকে বিজেপি সভাপতি আগ বাড়িয়েই সবাইকে আশ্বস্ত করেন, ‘‘শহর সাফাই করতে যে টাকার প্রয়োজন পড়বে সেই টাকা খরচে পুরসভাকে অনুমোদন দেবেন বিজেপির পুরসদস্যরা।’’

নিজস্ব সংবাদদাতা
করিমগঞ্জ শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৬ ০৩:৩৯
Share: Save:

পুজোর মরশুমে শহরকে জঞ্জাল-মুক্ত করতে এগিয়ে এলেন বিজেপির সদ্য নিযুক্ত জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য। শহরের দুর্গাপুজো নিয়ে জেলাশাসক প্রশান্ত মহন্তর ডাকা বৈঠকে বিজেপি সভাপতি আগ বাড়িয়েই সবাইকে আশ্বস্ত করেন, ‘‘শহর সাফাই করতে যে টাকার প্রয়োজন পড়বে সেই টাকা খরচে পুরসভাকে অনুমোদন দেবেন বিজেপির পুরসদস্যরা।’’

বিজেপির অসহযোগিতায় কংগ্রেস পরিচালিত পুরসভা কার্যত ঠুঁটো জগন্নাথে পরিণত হয়েছে। শহরের বহু জায়গায় জমে আবর্জনা। সংস্কার হচ্ছে না রাস্তার। কংগ্রেসি পুরপ্রধান শিখা সূত্রধরের বক্তব্য, আবর্জনা সরাতে যে টাকা খরচ হয় তার অনুমোদন দিচ্ছে না বিজেপি। বিজেপির পুরসদস্যরা যদি শহর সাফাইয়ে আগ্রহ না দেখান তা হলে কংগ্রেস মাথা ঘামাবে কেন?

চাপে পড়ে গিয়েছে বিজেপি। পুজো উপলক্ষে জেলাশাসকের ডাকা সর্বদলীয় সভায় সাফাই নিয়ে উপ-পুরপ্রধান পার্থসারথি দাসের সঙ্গে কয়েক জনের তর্ক শুরু হয়। পার্থবাবু বলেন, বিজেপির কেউই শহরের উন্নয়নে সহায়তা করছেন না। শহর জুড়ে আবর্জনা পড়ে থাকলেও জঞ্জাল সাফাইয়ের ব্যয়ে অনুমোদন দিচ্ছেন না। অথচ পুরআইন অনুসারে বোর্ডের সভায় এই খরচ অনুমোদন করাতে হয়। তাই বিজেপির পুরসদস্যদের আপত্তিতেই শহর নোংরা হয়ে আছে। পার্থবাবুর কথা শুনে বিজেপির জেলা সভাপতি সুব্রতবাবু জানান, পুজোয় শহর সাফ রাখতেই হবে। বলেন, ‘‘শহর সাফাইয়ে পুরসভা যে ব্যয় ধার্য করবে তাতে অনুমোদন দেবে বিজেপির পুরসদস্যরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE