বছরে রোজগার তিন টাকা! মধ্যপ্রদেশের এক কৃষককে প্রশাসন যে আয়ের শংসাপত্র দিয়েছে, তাতে তাঁর আয়ের অঙ্ক এমনটাই লেখা। সেই শংসাপত্রের ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে (আনন্দবাজার ডট কম তার সত্যতা যাচাই করেনি)। নেট ব্যবহারকারীরা রামস্বরূপ নামে ওই কৃষককে দেশের ‘গরিবতম নাগরিক’-এর তকমা দিয়েছেন। তার পরেই আসরে নেমেছে প্রশাসন। জানিয়েছে, করণিকের ত্রুটিতেই আয়ের অঙ্ক ভুল লেখা হয়েছে শংসাপত্রে। সে জন্য মধ্যপ্রদেশের প্রশাসন ক্ষমাও চেয়েছে। যদিও এই নিয়ে ওই রাজ্যের বিজেপি সরকারকে একহাত নিয়েছে বিরোধী কংগ্রেস।
রামস্বরূপ নামে ওই কৃষক মধ্যপ্রদেশের সাতনা জেলার কোঠি তহশীলের নয়াগাঁওয়ের বাসিন্দা। তাঁর বয়স ৪৫ বছর। রামস্বরূপকে প্রশাসনের দেওয়া আয়ের শংসাপত্র ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। তাতে সই রয়েছে মহকুমা শাসক সৌরভ দ্বিবেদীর। শংসাপত্রটি দেওয়া হয়েছিল ২২ জুলাই। তাতে কৃষকের মাসিক রোজগার লেখা হয়েছে ২৫ পয়সা। সমাজমাধ্যমে সেই শংসাপত্র দেখে অনেকেই কটাক্ষ করেছেন প্রশাসনকে।
আরও পড়ুন:
বিষয়টি নজরে আসার পরে সক্রিয় হয়েছে মধ্যপ্রদেশ প্রশাসন। ২৫ জুলাই কৃষকের হাতে নতুন শংসাপত্র তুলে দেওয়া হয়েছে। সেখানে তাঁর বার্ষিক আয়ের অঙ্ক লেখা হয়েছে ৩০ হাজার টাকা। প্রতি মাসে আয় ২,৫০০ টাকা। মহকুমাশাসক দ্বিবেদী বলেন, ‘‘করণিকের ভুলে এ রকম হয়েছিল। সেই ভুল শোধরানো হয়েছে। কৃষককে আয়ের নতুন শংসাপত্র দেওয়া হয়েছে।’’
কৃষকের সেই শংসাপত্র সমাজমাধ্যমে পোস্ট করেছে কংগ্রেস। তারা লিখেছে, ‘‘মুখ্যমন্ত্রী মোহন যাদবের শাসনকালে মধ্যপ্রদেশে দেশের গরিবতম নাগরিকের খোঁজ মিলল! বার্ষিক আয় তিন টাকা।’’ কংগ্রেস আরও লিখেছেন, ‘‘বিস্ময়কর ঘটনা নয় কি? মানুষকে গরিব করার অভিযান চলছে। কারণ, চেয়ারে বসে থাকা লোকজন কমিশন খাচ্ছেন।’’