দেওঘরে ট্রেন দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা। বৃহস্পতিবার সকালের এই দুর্ঘটনার জেরে আপাতত হাওড়া-নয়াদিল্লি মেন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখনও পর্যন্ত এই বিষয়ে রেলের তরফে কিছু জানানো হয়নি।
বৃহস্পতিবার সকালে ঝাড়খণ্ডের দেওঘরে নওয়াডিহ স্টেশনের কাছে লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে গোন্ডা থেকে আসানসোলের দিকে যাওয়া এক্সপ্রেস ট্রেন। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটি মারাত্মক রকম ক্ষতিগ্রস্ত হয়। ট্রাকের নীচে চাপা পড়ে যায় দু’টি মোটরবাইক। ক্ষতিগ্রস্ত হয় ট্রেনটির ইঞ্জিনও।
এই দুর্ঘটনার পরেই দেওঘর-গিরিডি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গিয়েছে। ট্রাকটিকে সরিয়ে সড়ক যোগাযোগ এবং ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে গিয়েছেন পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএম এবং রেলের অন্য আধিকারিকেরা। ঘটনাস্থলে গিয়েছে পুলিশও।