উত্তরপ্রদেশে যাত্রীবাহী দোতলা বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে নিহত হলেন অন্তত ২০ জন। ঘটনার পর আরও ২০ জন যাত্রী নিখোঁজ। প্রশাসনের আশঙ্কা, এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। শুক্রবার সন্ধ্যায় কন্নৌজ জেলায় ওই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে খবর, জয়পুরগামী ওই দোতলা বাসে অন্তত জনা পঞ্চাশেক যাত্রী ছিলেন। কন্নৌজ জেলার ছিবরামউতে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর সঙ্গে সঙ্গে আগুন লেগে যায় ওই দোতলা বাস ও ট্রাকে। জ্বলন্ত বাসের ভিতরে আটকে পড়েন যাত্রীরা। সেখানেই অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় অনেকের।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। খবর দেওয়া হয় দমকল বাহিনীকেও। প্রায় পৌনে এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলার প্রশাসনিক কর্তারাও। কন্নৌজের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেন, ‘‘আগুন নেভানোর জন্য কন্নৌজ ও মইনপুরী থেকে চারটে দমকলের ইঞ্জিন ডেকে পাঠানো হয়েছে।’’