Advertisement
০৫ অক্টোবর ২০২৩
News of the Day

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৯

উত্তরপ্রদেশে আতিক আহমেদ খুনের প্রতিক্রিয়া। সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা কেজরীওয়ালের। বিধায়ক জীবনকৃষ্ণের বিরুদ্ধে সিবিআই তদন্ত। বীরভূমে শাহের পাল্টা সভা ফিরহাদের।

A Photograph of Atik Ahmed and Ashraf

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশের চোখের সামনে আততায়ীদের হাতে খুন হয়ে গেলেন গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফ। ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ এপ্রিল ২০২৩ ০৭:১৮
Share: Save:

উত্তরপ্রদেশে আতিক আহমেদ খুনের প্রতিক্রিয়া

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে পুলিশের চোখের সামনে আততায়ীদের হাতে খুন হয়ে গেলেন গ্যাংস্টার আতিক আহমেদ এবং তাঁর ভাই আশরফ। আতিক এবং আশরফকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাচ্ছিল পুলিশ। হাসপাতালে যাওয়ার পথে হাঁটতে হাঁটতে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন আতিক। সেই সময়ই আচমকা আতিকের মাথা লক্ষ্য করে গুলি করা হয়। আজ, রবিবার নজর থাকবে এই খবরের দিকে।

সিবিআই দফতরে হাজিরা দেওয়ার কথা কেজরীওয়ালের

আবগারি দুর্নীতি মামলায় আজ দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির (আপ) নেতা অরবিন্দ কেজরীওয়ালকে তলব করেছে সিবিআই। আজ বেলা ১১টা নাগাদ কেন্দ্রীয় সংস্থার দফতরে তাঁর যাওয়ার কথা। নজর থাকবে এই খবরের দিকে।

বিধায়ক জীবনকৃষ্ণের বিরুদ্ধে সিবিআই তদন্ত

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণের বিরুদ্ধে সিবিআই তদন্ত শুরু হয়েছে। তাঁর বাড়িতে তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। বাড়ির পাশ থেকে প্রচুর নথি উদ্ধার হয়েছে। যদিও তাঁর ফোন এখনও খুঁজে পায়নি সিবিআই। এই অবস্থায় আজ নজর থাকবে তদন্তের দিকে।

বীরভূমে শাহের পাল্টা সভা ফিরহাদের

গত সপ্তাহে বীরভূমের সিউড়িতে সভা করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ সেখানে পাল্টা সভা করার কর্মসূচি নিয়েছে তৃণমূল। শাহের পাল্টা হিসাবে সভা করবেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সকাল ৯টায় ওই সভা হওয়ার কথা। নজর থাকবে এই খবরের দিকে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

মোদী-মন্তব্যের সেই কোলারে রাহুলের নির্বাচনী সভা

আজ কোলারে রাহুল গান্ধীর নির্বাচনী সভা রয়েছে। দুপুর নাগাদ এই সভাটি শুরু হওয়ার কথা। এই সভা থেকে মোদী-মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে সাজা ঘোষণা হয়েছিল। আজ সেখানে গিয়ে রাহুল কী বলেন তা দেখার।

রাজ্যে কোথায় কেমন গরম, পূর্বাভাস কী?

আরও তীব্র হচ্ছে গরমের দাপট। তার মধ্যে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ অব্যাহত। আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের সব জেলায় আগামী মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তাপপ্রবাহের তালিকায় কলকাতা ছাড়াও রয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান। এ ছাড়া বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানেও গরম হাওয়ার দাপটে নাজেহাল হবে মানুষ। এই অবস্থায় আগামী ৪ থেকে ৫ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। আজ আবহাওয়া সংক্রান্ত নানা খবরের দিকে নজর থাকবে।

নিয়োগ বিতর্ক এবং ইডি-সিবিআই তদন্ত

স্কুলে নিয়োগ দুর্নীতি নিয়ে প্রতি দিনই নতুন নতুন তথ্য উঠে আসছে। তা ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। চলছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তদন্ত। এরই মধ্যে আবার কুন্তল ঘোষের চিঠি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানিয়েছেন, প্রয়োজনে এ নিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করতে পারবে ইডি এবং সিবিআই। সব মিলিয়ে আজ নিয়োগ দুর্নীতির তদন্তের দিকে নজর থাকবে।

দেশের কোভিড পরিস্থিতি

দেশে বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ। গত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, মহারাষ্ট্র এবং দিল্লির মতো রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার অনেকটাই বেশি। বাংলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় আজ সার্বিক করোনা পরিস্থিতির দিকে নজর থাকবে।

আইপিএল

আজ আইপিএলে জোড়া ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে ৩টে থেকে শুরু হবে কলকাতা বনাম মুম্বইয়ের খেলা। সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে গুজরাত বনাম রাজস্থানের খেলা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE