Advertisement
E-Paper

সুপ্রভাত, আজ: কী হচ্ছে, কী হবে, নজরে ৭

প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’ অনুষ্ঠানের শততম পর্ব। উত্তর দিনাজপুরে অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’। নন্দীগ্রামে শুভেন্দু। আইপিএলের জোড়া ম্যাচ।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২৩ ০৭:১৬
Picture of PM Narendra Modi.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফাইল চিত্র।

প্রধানমন্ত্রীর ‘মন কী বাত’: শততম পর্ব

আজ, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ অনুষ্ঠান রয়েছে। এটি শততম পর্বের অনুষ্ঠান। বেলা ১১টা নাগাদ এই অনুষ্ঠানটি শুরু হবে। নজর থাকবে এই খবরের দিকে।

উত্তর দিনাজপুরে অভিষেকের ‘জনসংযোগ যাত্রা’

আজ উত্তর দিনাজপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘জনসংযোগ যাত্রা’ রয়েছে। সকাল ১০টা নাগাদ তাঁর যাত্রা শুরু হবে।

নন্দীগ্রামে শুভেন্দু

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কী বাত’ অনুষ্ঠানের কর্মসূচিতে আজ নন্দীগ্রামে থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বেলা ১১টা নাগাদ এই কর্মসূচিতে সেখানে থাকবেন তিনি।

আইপিএল

আজ আইপিএলে জোড়া ম্যাচ রয়েছে। বিকেল সাড়ে ৩টে নাগাদ শুরু হবে চেন্নাই বনাম পঞ্জাবের খেলা। এ ছাড়া সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে মুম্বই বনাম রাজস্থানের খেলা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

রাজ্যে কোথায় কোথায় বৃষ্টি, পূর্বাভাস কী?

আজ রাজ্যে তাপমাত্রা কম থাকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতার আকাশ মেঘলা থাকবে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস থাজবে। উত্তরবঙ্গে আবহাওয়া আগামী ক’দিন আবহাওয়া মেঘলা থাকবে। এই অবস্থায় আজ নজর থাকবে আবহাওয়া সংক্রান্ত খবরের দিকে।

নিয়োগ বিতর্ক এবং ইডি-সিবিআই তদন্ত

স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত জারি রেখেছে সিবিআই এবং ইডি। জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছে সিবিআই। অয়ন শীলের ২০০ কোটি টাকার আর্থিক লেনদেনের তদন্তও শুরু করেছে ইডি। নজর থাকবে এই খবরের দিকে।

দেশের কোভিড পরিস্থিতি

দেশে বাড়ছে করোনা সংক্রমণ। গত কয়েক দিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা কয়েক হাজারে পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, মহারাষ্ট্র এবং দিল্লির মতো এ রাজ্যে দৈনিক করোনা সংক্রমণের হার অনেকটাই বেশি। বাংলাতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় মানুষজনকে যতটা সম্ভব ভিড় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দফতর। আজ নজর থাকবে এই সংক্রান্ত খবরের দিকে।

News of the Day Narendra Modi IPL TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy