Advertisement
০৩ জুন ২০২৪

ক্ষমা চাননি সলমন, ফের তলব কমিশনে

নতুন ছবি ‘সুলতানের’ প্রচার উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মন্তব্যটা করেছিলেন সলমন খান। বলেছিলেন, শ্যুটিং-এর শেষে নিজেকে ‘ধর্ষিতা মহিলা’র মতো মনে হতো। জাতীয় মহিলা কমিশন সলমনের কাছে এই মন্তব্যের ব্যাখ্যা চেয়ে ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছিল। আজ কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলম জানিয়েছেন, মঙ্গলবার রাতে আইনজীবী মারফত মেল পাঠিয়েছেন সলমন খান।

শেষ আপডেট: ৩০ জুন ২০১৬ ০৩:০৫
Share: Save:

নতুন ছবি ‘সুলতানের’ প্রচার উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মন্তব্যটা করেছিলেন সলমন খান। বলেছিলেন, শ্যুটিং-এর শেষে নিজেকে ‘ধর্ষিতা মহিলা’র মতো মনে হতো। জাতীয় মহিলা কমিশন সলমনের কাছে এই মন্তব্যের ব্যাখ্যা চেয়ে ক্ষমাপ্রার্থনার দাবি তুলেছিল। আজ কমিশনের চেয়ারপার্সন ললিতা কুমারমঙ্গলম জানিয়েছেন, মঙ্গলবার রাতে আইনজীবী মারফত মেল পাঠিয়েছেন সলমন খান। তবে তাঁর উত্তর সন্তোষজনক নয়। চিঠির বয়ান নিয়ে বিশদ না বললেও সলমন যে ক্ষমা চাননি, সেটা স্পষ্টই জানান ললিতা। আজ সলমনকে তাদের দফতরে হাজির হওয়ার জন্য সমন পাঠিয়েছিল মহারাষ্ট্রের মহিলা কমিশনও। সলমনের আইনজীবী সেখানেও চিঠিই পাঠান। চিঠিতে বলা হয়েছে, একই বিষয়ে জাতীয় মহিলা কমিশন ও রাজ্য মহিলা কমিশন— দু’পক্ষের কাছে সলমন জবাবদিহি করতে নারাজ। এই ব্যাখ্যায় সন্তুষ্ট নয় রাজ্য মহিলা কমিশন। তাই ৭ জুলাইয়ের মধ্যে কমিশনের দফতরে সলমনকে ফের হাজিরার নির্দেশ দিয়ে সমন জারি করেছে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Salman khan Court Commitee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE