Advertisement
E-Paper

টুইট-অস্ত্র ব্যুমেরাং ললিতের

ব্যুমেরাং হয়ে গেল টুইট-অস্ত্র। ঘায়েল এ বার ললিত মোদী নিজেই। ‘আপত্তিকর’ টুইট নিয়ে প্রাক্তন এই আইপিএল কর্তার বিরুদ্ধে সম্প্রতি দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেছে রাষ্ট্রপতি ভবন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছে পুলিশও।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৫ ০৩:৪৯

ব্যুমেরাং হয়ে গেল টুইট-অস্ত্র। ঘায়েল এ বার ললিত মোদী নিজেই। ‘আপত্তিকর’ টুইট নিয়ে প্রাক্তন এই আইপিএল কর্তার বিরুদ্ধে সম্প্রতি দিল্লি পুলিশের কাছে অভিযোগ করেছে রাষ্ট্রপতি ভবন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছে পুলিশও। অবশ্য মামলা দায়ের করা নিয়ে ধন্দ রয়েছে পুলিশেরই অন্দরে। অভিযোগ, টুইটে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সচিব অমিতা পালকে নিয়ে অসম্মানজনক মন্তব্য করেছেন ললিত। আপত্তিকর টুইটগুলি-সহ গত সপ্তাহেই লিখিত অভিযোগ দায়ের করে রাষ্ট্রপতি ভবন। কিন্তু তার ভিত্তিতে এখনই আইনি পদক্ষেপ করা হবে কিনা, দ্বিধায় পুলিশ। তথ্য প্রযুক্তি আইনের ৬৬এ ধারাটি সম্প্রতি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। সেই কারণেই এই প্রাথমিক দ্বিধা বলে সূত্রের খবর। মোদীর টুইট-অ্যাকাউন্ট ব্লক করা নিয়েও রবিবার দিনভর আলোচনা হয়েছে। তবে মামলার বিষয়ে কমিশনার বি এস বাস্‌সি-ই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে খবর।

Rashtrapati Bhavan Pranab Mukherjee President Pranab Mukherjee Omita Paul Lalit Modi IPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy