ঝাড়খণ্ডের ৪৮ জন পরিযায়ী শ্রমিককে জোর করে উত্তর আফ্রিকার টিউনিজ়িয়ায় আটকে রেখে বিনা বেতনে দিনের মধ্যে ১২ ঘণ্টা করে কাজকরানোর অভিযোগ উঠেছে। ওই দেশে খাবারের জোগানে খুব টানাটানি চলছে, রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের জেরে। দুর্গত ওই শ্রমিকেরা জানিয়েছেন, কয়েক সপ্তাহ ধরে ভরপেট খেতেও পারেননি তাঁরা। সে দেশের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাঁদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে দাবি ঝাড়খণ্ডের শ্রম দফতরের।
সমাজকর্মী সিকন্দর আলি বিষয়টি সামনে আনেন সম্প্রতি। তিনি জানান, ওই শ্রমিকদের ১৯ জনহাজারিবাগের, ১৪ জন গিরিডির এবং বোকারোর ১৫ জন। সিকন্দর সম্প্রতি গিরিডির সঞ্জয় কুমার নামে এক জন শ্রমিকের একটি ভিডিয়ো বার্তা পৌঁছে দেন প্রশাসন ও সংবাদমাধ্যমের কাছে। তাঁর দাবি, ওই শ্রমিকেরা দিল্লি ভিত্তিক একটিসংস্থার মাধ্যমে টিউনিজ়িয়া গিয়েছিলেন। সেই সময়ে তাঁদের ভাল বেতন ও সুনির্দিষ্ট চুক্তির কথা বলা হয়েছিল। টিউনিজ়িয়া গিয়ে বেসরকারি সংস্থার অধীনে তাঁরা উচ্চ পরিবাহী বিদ্যুতের তার টানার প্রকল্পে কাজ করছেন। তাঁদের দাবি, তিন থেকে ছ’মাসের বেতন বকেয়া। কাজ করানো হচ্ছে নির্দিষ্ট সময়ের চেয়ে অনেক বেশি। দেশে ফিরে যেতে চাইলেই জেল খাটানোর হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ।
ঝাড়খণ্ডের শ্রম দফতরের তরফে বলা হয়েছে, ওই শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা গিয়েছে। তাঁদের নথি খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)