মঞ্চে বক্তৃতা করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। সামনেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে এক নিরাপত্তারক্ষী। তার পরেও অবশ্য বক্তৃতায় ছেদ পড়ল না। মঞ্চে যাঁরা বসে ছিলেন, তাঁরাও স্থাণুবৎ বসে রইলেন। এমনই একটি ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আর এই ভিডিয়োকে হাতিয়ার করে বিজেপির ‘অমানবিকতা’ নিয়ে সরব হয়েছে কংগ্রেস এবং তৃণমূল। (যদিও আনন্দবাজার ডট কম এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি)
শনিবার গুজরাতের বডোদরায় বল্লভভাই পটেলের সার্ধশতবর্ষ উপলক্ষে আয়োজিত ‘সর্দার একতা যাত্রা’র উদ্বোধনে উপস্থিত ছিলেন নড্ডা। বক্তৃতা করছিলেন তিনি। মঞ্চে ছিলেন বিজেপির অন্য নেতা-কর্মীরাও। ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চের সামনেই স্যুট-টাই পরিহিত এক নিরাপত্তাকর্মী অজ্ঞান হয়ে পড়ে রয়েছেন। তা দেখে ছুটে আসছেন অন্য নিরাপত্তাকর্মীরা। কিন্তু বক্তৃতা থামেনি। কিছু ক্ষণ পরেই অবশ্য বাকিদের সহায়তায় হাঁটতে হাঁটতে বেরিয়ে যান ওই নিরাপত্তারক্ষী।
আরও পড়ুন:
রবিবার সমাজমাধ্যমে এই ভিডিয়ো পোস্ট করে বিজেপিকে আক্রমণ শানিয়েছে তৃণমূল। সেখানে লেখা হয়েছে, “অমানবিকতার বিরল নজির স্থাপন বিজেপির! মানুষের বাঁচা, মরা, অসুস্থতা- কোনও কিছুতেই বিন্দুমাত্র সহানুভূতি নেই বিজেপি নেতাদের, শুধুই ভোটের আগে লোক দেখানো নাটক করতেই ব্যস্ত। ধিক্কার জানানোর ভাষা নেই।” পদ্মশিবিরকে তোপ দেগেছে কংগ্রেসও। তারাও এই ভিডিয়ো পোস্ট করে লিখেছে, “যদি বিজেপি নেতারা সামনে পড়ে যাওয়া এক ব্যক্তির জন্যই না-ভাবেন, তা হলে কী ভাবে তাঁরা মুদ্রাস্ফীতি, বেকারত্ব, কৃষকদের সমস্যা এবং আপনার দৈনন্দিন সমস্যা নিয়ে ভাববে?” একই সঙ্গে ওই পোস্টে লেখা হয়েছে, “এটাই হল বিজেপি। তাদের কাছে ক্ষমতাটাই সব কিছু। সাধারণ মানুষের সমস্যা নিয়ে তারা ভাবে না।”
কেন্দ্রীয় মন্ত্রী এবং বিজেপি সভাপতি হিসাবে জ়েড প্লাস নিরাপত্তা পেয়ে থাকেন নড্ডা। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই নিরাপত্তার দায়িত্বে থাকা এক কমান্ডো হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। কী কারণে ওই নিরাপত্তাকর্মী অসুস্থ হয়ে পড়লেন, তা অবশ্য স্পষ্ট নয়।