Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মোদীকে জবাব দিতে হাতিয়ার পটেলের চিঠি

সর্দার পটেলের জন্মদিনে যখন গুজরাতে তাঁর মূর্তি নিয়ে মেতে আছেন নরেন্দ্র মোদী, তখনই দিল্লিতে পটেলের একের পর এক চিঠি সামনে আনল কংগ্রেস।

বল্লভভাই পটেলের মূর্তিতে শ্রদ্ধা জানাচ্ছেন নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

বল্লভভাই পটেলের মূর্তিতে শ্রদ্ধা জানাচ্ছেন নরেন্দ্র মোদী। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৮ ০৫:০৭
Share: Save:

১৯৪৮ সালের ১৮ জুলাই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে চিঠি লিখছেন সর্দার বল্লভভাই পটেল। মোহনদাস কর্মচন্দ গাঁধীর হত্যার জন্য দায়ী করছেন আরএসএসের মতাদর্শকে।
সেই বছরেরই সেপ্টেম্বরের কথা। আরএসএস প্রধান মাধব সদাশিব গোলওয়ালকরকে চিঠি লিখে পটেল জানাচ্ছেন, গাঁধী-হত্যার পরে মিষ্টিও বিলিয়েছে আরএসএসের লোকেরা। তার আগেই দেশবিরোধী কাজে যুক্ত থাকার অভিযোগকে আরএসএসকে নিষিদ্ধ করেন পটেল।
আজ সর্দার পটেলের জন্মদিনে যখন গুজরাতে তাঁর মূর্তি নিয়ে মেতে আছেন নরেন্দ্র মোদী, তখনই দিল্লিতে পটেলের একের পর এক চিঠি সামনে আনল কংগ্রেস। শ্যামাপ্রসাদকে লেখা চিঠিতে পটেল অভিযোগ করেছেন, তাঁকে ও জওহরলাল নেহরুকে চৌরাস্তায় ফাঁসিতে ঝোলানোর কথা বলেছেন শ্যামাপ্রসাদের সঙ্গীরা। আর নেহরুকে লিখেছেন, ‘‘কংগ্রেস, দেশের প্রতি অসীম ভালবাসাই আমাদের দু’জনকে বেঁধে রাখে। এ জন্যই আমরা কংগ্রেস ও দেশের জন্য একসঙ্গে কাজ করতে পারি।’

খরচের নানা কাহন

• বল্লভভাই পটেলের মূর্তিতে খরচ ২৯৯০ কোটি টাকা

এই টাকায় করা যেত
(বিরোধী দল ও সোশ্যাল মিডিয়ায় নাগরিকদের দাবি অনুযায়ী যে কোনও একটি)

• ৫,৯৮,০০০ স্কুলে শৌচালয়
• কেরলে বন্যাত্রাণে পাঁচ গুণ বেশি বরাদ্দ
• উত্তর-পূর্বে বন্যাত্রাণ
• ৭২৫টি গ্রাম দত্তক নেওয়া
• ৫২৯৬ জন শিশুকে মানুষ করা
• দু’টি নতুন আইআইটি ক্যাম্পাস
• দু’টি এইমস ক্যাম্পাস
• ৬টি মঙ্গল অভিযান
• তিনটি চন্দ্রযান অভিযান

বুধবার কেরলের মুখ্যমন্ত্রী যা করলেন
• ২০১৬-র সাইক্লোনে ক্ষতিগ্রস্ত ১৯২টি মৎস্যজীবী পরিবারকে ফ্ল্যাট দিলেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এই সরকারি প্রকল্পের খরচ ২০ কোটি টাকা


এমন আক্রমণ যে আসবে সেটি আগেভাগেই আঁচ করেছিল আরএসএস। তাই বেনজির ভাবে রাজনৈতিক প্রতিক্রিয়াও দিতে হল সঙ্ঘকে। যে পটেল সঙ্ঘকে নিষিদ্ধ করেছিলেন, আজ তাঁরই গুণগান গাইতে হল। আরএসএসের মনমোহন বৈদ্য বললেন, ‘‘ভারতকে এক করার জন্য সর্দার পটেলের বড় ভূমিকা ছিল। তাঁর অবদান গুরুত্বপূর্ণ। তাঁর মূর্তিও সব ভারতীয়ের কাছে গর্বের। এ নিয়ে রাজনীতি হওয়া উচিত নয়। ’’
কিন্তু কংগ্রেসের দাবি, পটেলকে নিয়ে তো মোদীই রাজনীতি করছেন। পটেলকে তুলে ধরে নেহরু-গাঁধী ঐতিহ্যকে খাটো করতে চাইছেন। বিজেপি সভাপতি অমিত শাহকে নিয়ে গিয়েছেন মূর্তি উদ্বোধনে। কিন্তু রাজ্য কংগ্রেসের কোনও নেতাকে আমন্ত্রণ জানাননি। কংগ্রেসের রণদীপ সিংহ সুরজেওয়ালা বলেন, ‘‘সব চিঠি থেকে স্পষ্ট, বিজেপির পিতৃ-সংগঠন আরএসএস সম্পর্কে পটেলের মনোভাব কী ছিল। ফলে নরেন্দ্র মোদী উত্তর দিন, আজ কি তিনি প্রায়শ্চিত্ত করবেন?’’ কংগ্রেসের দাবি, অন্তত মূর্তির তলায় আরএসএসকে নিষিদ্ধ করা নিয়ে পটেলের নির্দেশনামাটি বাঁধাই করে রাখুন প্রধানমন্ত্রী।
আজ রাহুল-সনিয়াও সংসদের সেন্ট্রাল হলে পটেলের ছবিতে শ্রদ্ধা জানান। বিজেপির দাবি, জওহরলাল নেহরুকে তুলে ধরতে পটেলকে খাটো করেছিল কংগ্রেস। মোদী এখন পটেলকে মর্যাদা দিতেই রাহুল-সনিয়া মূর্তিতে মালা দিচ্ছেন। ঘরোয়া আলোচনায় কংগ্রেস দাবি করছে, এই মূর্তি তৈরিতে জোর করে রাষ্ট্রায়ত্ত সংস্থার সামাজিক দায়বদ্ধতার জন্য বরাদ্দ অর্থ ব্যবহার করা হয়েছে। যা নিয়ে প্রশ্ন তুলেছে সিএজি। পটেলের মূর্তি তৈরিতেও চিনের চিয়াংশি সংস্থার সাহায্য নিয়েছে সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE