নাগপুরে আরএসএসের সদর দফতরের সবুজ সঙ্কেত মিলছে না বলেই কি কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (আইআইএম)-এর ডিরেক্টর পদে নিয়োগ আটকে রয়েছে? আজ কংগ্রেস মোদী সরকারকে কটাক্ষ করে এই প্রশ্ন ছুড়েছে। তাদের আরও প্রশ্ন, দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান আইআইএম-কলকাতার পূর্ণ সময়ের ডিরেক্টর নিয়োগ করতে কত সময় লাগে?
২০২৩-এর সেপ্টেম্বর থেকে আইআইএম-কলকাতার ডিরেক্টরের পদ খালি পড়ে রয়েছে। অধ্যাপক শৈবাল চট্টোপাধ্যায় এখন ভারপ্রাপ্ত ডিরেক্টর হিসেবে কাজ চালাচ্ছেন। আইন অনুযায়ী, সার্চ-সিলেকশন কমিটির সুপারিশের পরে ‘বোর্ড অব গভর্নরস’-এর প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি, যিনি সংস্থার ভিজিটর, তিনি ডিরেক্টর নিয়োগে অনুমোদন দেবেন। গত সেপ্টেম্বরে শিক্ষা মন্ত্রকের কাছে নামের তালিকা এসেছিল। কিন্তু প্রায় ছ’মাস পরে শিক্ষা মন্ত্রক সেই তালিকা খারিজ করে দিয়েছে। কারণ তালিকা তৈরির প্রক্রিয়া এক বছর আগে শুরু হয়েছিল। এ বার নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। যার অর্থ, ডিরেক্টর নিয়োগ হতে আরও সময় লাগবে। আজ কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ প্রশ্ন তুলেছেন, ‘‘নাগপুরের নামের তালিকা কি ফুরিয়ে গিয়েছে?’’ তাঁর অভিযোগ, উত্তরাখণ্ডে অবস্থিত আইআইএম-কাশিপুর ও মেঘালয়ে আইআইএম-শিলংয়েরও একই অবস্থা। মোদী সরকার এর আগে আইআইএম-রোহতকে ডিরেক্টর নিয়োগ করে তাঁকে অযোগ্য প্রমাণ করতে নিজেরাই আদালতে গিয়েছিল।
জয়রামের অভিযোগ, ২০১৪ থেকেই আরএসএস সমস্ত পেশাদার সংস্থায় ঢুকে পড়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অব হিস্টরিকাল রিসার্চ তার অন্যতম। এই সংস্থায় এখন কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন ১৪ কোটি টাকার কেলেঙ্কারি খুঁজে বের করেছে। আরএসএসের অখিল ভারতীয় ইতিহাস সঙ্কলন যোজনা এই কেলেঙ্কারির কেন্দ্রে রয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)