আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যান্য দেশের মতো ভারতেও পাঠানো হচ্ছে অবৈধবাসীদের। বুধবার তেমনই ১০৪ জনকে নিয়ে পঞ্জাবের অমৃতসরে নেমেছে আমেরিকার বিমান। এর মাঝেই কংগ্রেস সাংসদ রাজীব শুক্ল দাবি করলেন, মোট ৭.২৫ লক্ষ ভারতীয়কে আমেরিকা থেকে ফেরত পাঠানো হবে। বিদেশ মন্ত্রকের একটি বৈঠকে থাকার সুবাদে এই তথ্য জানতে পেরেছেন, দাবি রাজীবের।
কংগ্রেসের রাজ্যসভার সাংসদ রাজীব। তিনি ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্টও বটে। বুধবার সমাজমাধ্যমে একটি পোস্টে তিনি দাবি করেছেন, সংসদে বিদেশ মন্ত্রকের একটি বৈঠকে যোগ দিয়েছিলেন তিনি। সেখান থেকেই আমেরিকায় অবৈধবাসী সংক্রান্ত পরিসংখ্যান জানতে পেরেছেন। এই পরিসংখ্যান নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
রাজীব লিখেছেন, ‘‘আমি সংসদে বিদেশ মন্ত্রকের একটি বৈঠকে ছিলাম। সেখান থেকে জানতে পারলাম, ৭.২৫ লক্ষ ভারতীয়কে এ দেশে ফেরত পাঠিয়ে দিচ্ছে আমেরিকা। তাঁদের অবৈধবাসী বলে চিহ্নিত করা হয়েছে। এই লক্ষ লক্ষ মানুষ বছরের পর বছর ধরে আমেরিকায় থাকছেন। এ দেশে তাঁদের কিছুই নেই। এখানে আসার পর তাঁরা কী করবেন? হঠাৎ করে এঁরা সব ধনী থেকে দরিদ্র হয়ে পড়েছেন।’’
আমেরিকায় ভারতীয় দূতাবাসের মুখপাত্র অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি মঙ্গলবারই নিশ্চিত করেছিলেন। জানিয়েছিলেন, আমেরিকা তাদের সীমান্তনীতি এবং অভিবাসী আইন কঠোর করছে। অবৈধবাসীদের দেশ থেকে সরানো হচ্ছে। তবে কত জন ভারতীয়কে ফেরত পাঠানো হবে, তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে স্পষ্ট পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।
আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর বিষয়টি মেনে নিয়েছে ভারতের বিদেশ মন্ত্রকও। গত ২৭ জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছিল ট্রাম্পের। ওই কথোপকথনের পর ভারত যে এ বিষয়ে আমেরিকাকে সহায়তা করবে, তা নিয়ে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘‘আমরা সকলকেই ফেরত নেব, যদি আমাদের সঠিক নথি দেখানো হয়। যাঁদের ফেরত পাঠানো হচ্ছে, আগে তাঁদের নাগরিকত্ব যাচাই করতে হবে।’’ এই মুহূর্তে আমেরিকায় কত জন অবৈধবাসী ভারতীয় রয়েছেন, তার সঠিক পরিসংখ্যান ভারত সরকারকে জানানো হয়নি বলে দাবি রণধীরের। তা নিয়ে তিনি উদ্বেগও প্রকাশ করেন। এ সবের মাঝেই বুধবার ১০৪ জন ভারতীয়কে দেশে ফিরিয়েছে আমেরিকা।