Advertisement
০৩ মে ২০২৪

মনমোহনকে বেনজির কটু কথা মোদীর

যে ভাষায় কাল থেকে বিরোধীদের বিঁধতে শুরু করেছিলেন, আজ আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। তিনি দেশের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী। আর আজ তাঁর নিশানায় খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০১৭ ০৩:৫২
Share: Save:

যে ভাষায় কাল থেকে বিরোধীদের বিঁধতে শুরু করেছিলেন, আজ আরও এক ধাপ এগিয়ে গেলেন তিনি। তিনি দেশের প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদী। আর আজ তাঁর নিশানায় খোদ প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ।

রাজ্যসভায় রাষ্ট্রপতির বক্তৃতা বিতর্কের জবাব দিতে গিয়ে প্রধানমন্ত্রী তাঁর প্রাক্তনীর সামনেই তাঁকে নিশানা করে বললেন, ‘‘ডক্টর সাহাবের থেকে অনেক কিছু শেখার আছে। এত কেলেঙ্কারির একটি দাগও তাঁর গায়ে লাগেনি। বর্ষাতি পরে কী করে স্নান করতে হয়, সে’টি ডক্টর সাহাবই জানেন!’’ সঙ্গে সঙ্গেই রে-রে করে ওঠেন কংগ্রেস সাংসদরা। হট্টগোলের পর কক্ষত্যাগ করেন তাঁরা।

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কোনও জবাব দিতে চাননি মনমোহন। কিন্তু তাঁর পাশে দাঁড়িয়ে পি চিদম্বরম, কপিল সিব্বল, আনন্দ শর্মার মতো নেতারা সংসদের বাইরে এসে বলেন, ‘‘প্রধানমন্ত্রী যে নিকৃষ্ট ভাষা ব্যবহার করলেন, সেটি হতাশাজনক। তবুও আলোচনার মান আর নীচে নামাব না বলেই কক্ষত্যাগ করলাম।’’ রাহুল গাঁধী টুইটে বলেন, ‘‘পূর্বসূরিকে এ ভাবে হাস্যাস্পদ করতে চেয়ে মোদী কেবল যে সংসদ ও জাতির মর্যাদা ধুলোয় লুটিয়েছেন তাই নয়, প্রধানমন্ত্রী পদের মর্যাদাও নষ্ট করেছেন। চরম লজ্জার ঘটনা। ’’

আরও পড়ুন: লোকসভায় মুখ খুলেও মোদী যেন জৌলুসহীন

কিন্তু মোদী শিবিরের নেতারা বলছেন, ইট মারলে পাটকেল খেতেও হবে। হিটলার, স্বৈরতান্ত্রিক, কত কিছুই না মোদীকে বলা হয়! মোদীও বলেন, ‘‘মর্যাদা নষ্ট করলে পাল্টা শুনতে হবে।’’ বিরোধীদের প্রশ্ন— মনমোহন নোট বাতিল নিয়ে সরকারকে আক্রমণ করেছিলেন। প্রধানমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করেননি তিনি।

মনমোহন সিংহ

আজ বক্তৃতার শুরুতেই মোদী নোট বাতিল নিয়ে যুক্তি সাজাচ্ছিলেন। বোঝাচ্ছিলেন, জাল নোট পুরো বন্ধ হয়ে গিয়েছে। যে ৪০০ কোটি টাকার হিসেব সংসদে সরকার দিয়েছে, সেটি ব্যাঙ্কে আসা টাকা। অধিকাংশ জাল নোটই ব্যাঙ্কে আসে না। ‘শত্রু’ দেশের জাল নোট কারবারি আত্মহত্যা করেছে বলেও খবর মিলেছে। টাকায় টান পড়ায় ৭০০-র বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছেন।

আরও পড়ুন: ভাল কাজ হজম করতে পারেন না, বিরোধীদের তোপ মোদীর

নোট বাতিলের সিদ্ধান্তে মানুষের মৃত্যুর বিষয়টি উল্লেখ না করায় বক্তৃতার শেষে একে একে কক্ষত্যাগ করেন সীতারাম ইয়েচুরি, শরদ যাদব, এমনকী ডেরেক ও’ব্রায়েনরাও। বসে থাকেন একমাত্র সদ্য পদ্মবিভূষণ পাওয়া বিরোধী নেতা শরদ পওয়ার। কিন্তু মনমোহন সম্পর্কে মোদীর মন্তব্য যে কেউ ভালো ভাবে নেননি, সেটি বুঝে কারও নাম না করে অসন্তোষ প্রকাশ করেন খোদ ডেপুটি চেয়ারম্যান হামিদ আনসারি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Manmohan Singh Narendra Modi PM Ugly Remark
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE