Advertisement
০৫ মে ২০২৪

অমিত কি ‘সুপার পিএম’

নরেন্দ্র মোদীর আমলেও সারদা-নারদ তদন্তে সিবিআই কী করতে চলেছে,  সে প্রসঙ্গে বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহের ‘ঘোষণা’ প্রসঙ্গেও একই বিতর্ক হয়েছে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ মে ২০১৮ ০৪:৪৫
Share: Save:

অমিত শাহ কি দেশের ‘সুপার প্রধানমন্ত্রী’? আজ এই প্রশ্ন তুললেন কংগ্রেস মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী।

বিজেপি সভাপতি গতকাল সাংবাদিক বৈঠক করে পেট্রল-ডিজেলের দামবৃদ্ধি নিয়ে সরকার কী করতে চলেছে, তা জানান। সরকারি ৭টি প্রকল্পের সুফল কী ভাবে গ্রামে পৌঁছে দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তা করা হবে, তা-ও জানান। এর পরেই প্রশ্ন ওঠে, তিনি তো দলের সভাপতি। দলের তরফে সরকারকে তিনি কোনও অনুরোধ করতে পারেন বা দাবি জানাতে পারেন। কিন্তু সরকার কী করেছে বা করতে চলেছে, তা মন্ত্রীদের বদলে তিনি জানাবেন কেন? কংগ্রেস নেতা রণবীর সিংহ সুরজেওয়ালা আজ সেই প্রসঙ্গ তুলেই বলেন, ‘‘পেট্রল-ডি়জেলের দামবৃদ্ধি নিয়ে সরকার কী করবে, তা ঘোষণা করছেন অমিত শাহ। অথচ সরকার কী অবস্থান নেবে, কেন্দ্রীয় মন্ত্রীই তা স্পষ্ট জানাতে পারছেন না|’’ সরকার এবং দলের পৃথক সত্তা নিয়ে অতীতেও অনেক বিতর্ক হয়েছে | বিতর্ক হয়েছে আলিমুদ্দিন এবং রাইটার্স-এর ভূমিকা নিয়েও| নরেন্দ্র মোদীর আমলেও সারদা-নারদ তদন্তে সিবিআই কী করতে চলেছে, সে প্রসঙ্গে বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহের ‘ঘোষণা’ প্রসঙ্গেও একই বিতর্ক হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Congress spokesperson Priyanka Chaturvedi Amit Shah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE