অভিযোগ করেছিলেন খোদ প্রধানমন্ত্রী। খারিজ করল নির্বাচন কমিশন। কমিশনের এই সিদ্ধান্তে কংগ্রেস বাড়তি অক্সিজেন পেলেও ভোটের মুখে রবার্ট বঢরার বিরুদ্ধে দুর্নীতির প্রসঙ্গ থেকে সরে আসতে নারাজ বিজেপি।
মহারাষ্ট্র ও হরিয়ানায় ভোট প্রচার শেষ হতে মাত্র চার দিন বাকি। শেষ বাজারে হাওয়া গরম করতে ক’দিন আগে হরিয়ানার এক জনসভায় গিয়ে সনিয়া গাঁধীর জামাই রবার্টের বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ খুঁচিয়ে তুলেছিলেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, নির্বাচনের দিন ক্ষণ ঘোষণার পরেই হরিয়ানার হুডা সরকার আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে রবার্টকে জমি পাইয়ে দিয়েছে। কমিশনের ব্যবস্থা নেওয়া উচিত। কমিশন খতিয়ে দেখে জানিয়েছে, ১৬ জুলাই হরিয়ানার ভূমি রাজস্ব দফতর বঢরার জমি-চুক্তি বৈধ বলে ঘোষণা করে। আর ভোট ঘোষণা হয়েছে ১২ সেপ্টেম্বর। অর্থাৎ, প্রধানমন্ত্রীর অভিযোগ ঠিক নয়।
মোদীর অভিযোগের পর থেকেই প্রতিবাদে সরব ছিলেন কংগ্রেস নেতৃত্ব। আজ কমিশনের রায়ের পরে আরও আক্রমণাত্মক হন তাঁরা। কংগ্রেস মুখপাত্র আনন্দ শর্মা বলেন, “হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত প্রধানমন্ত্রীর।” দলের নেতা শাকিল আহমেদের কথায়, “দেশের প্রধানমন্ত্রী হয়ে বারবার মিথ্যাচার করলে ভুল বার্তা যায়। বিশেষ করে প্রধানমন্ত্রী যখন গোটা দেশ ও নির্বাচন কমিশনের মতো সাংবিধানিক প্রতিষ্ঠানকে বিভ্রান্ত করেন।” “বিজেপির মুখে ডিম ছুড়ে মেরেছে কমিশনের এই নির্দেশ,” মন্তব্য করেন আনন্দ।