নিছক সংরক্ষণ নিয়ে আন্দোলন নয়, নাগাল্যান্ডে বন্ধ ও অশান্তির পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র দেখছেন মুখ্যমন্ত্রী টি আর জেলিয়াং। অশান্তি জিইয়ে রেখে তাঁকে পদ থেকে হঠানোর চেষ্টা চলছে বলেও জেলিয়াংয়ের আশঙ্কা। কিন্তু কোনও উপায়েই তাঁকে পদত্যাগে বাধ্য করা যাবে না বলে তিনি স্পষ্ট করে দিলেন।
মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণ করে পুরভোটের আয়োজন করায় নাগাল্যান্ডের সব উপজাতি সংগঠন যৌথমঞ্চ গড়ে বনধ শুরু করে। গির্জার মধ্যস্থতায় সরকারের সঙ্গে বৈঠকে যৌথমঞ্চ সংরক্ষণের বিষয়টি মেনে নিয়ে ভোট পিছোতে বলে। সরকার রাজি হলেও হাইকোর্টের নির্দেশে ১ ফেব্রুয়ারিই ভোট করতে হয়। ভোটের আগের দিন বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করায় পুলিশ গুলি চালায়। মারা যান দুই যুবক।
১ ফেব্রুয়ারি ভোট হলেও পরে মন্ত্রিসভা ভোট বাতিলের সিদ্ধান্ত নেয়। ডিমাপুরের পুলিশ কমিশনার ও জোন-১ এর ডিসিপিকে সরানো হয়। বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু যৌথমঞ্চ মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ চেয়ে আন্দোলন চালাচ্ছে। বিরোধীহীন বিধানসভায় রাজ্যের ৬০ জন বিধায়কের মধ্যে ৪২ জনই মুখ্যমন্ত্রীর কাজ চালিয়ে যাওয়ার পক্ষে ও জেলিয়াংয়ের নেতৃত্বে সম্মতি জানান। কিন্তু বনধ ও অবরোধ উঠছে না।