কাঁচা আম বেচে বিশেষ পয়সা মেলে না। একটু উদ্যোগী হয়ে আচার বানিয়ে বেচলে তবু পয়সা পাওয়া যায়। আর বোতলে ভরে ঠিক মতো প্যাকেজিং ও বিজ্ঞাপন করতে পারলে তো কথাই নেই।
গ্রামের মহিলাদের এই ব্যবসায়িক বুদ্ধিটাই দিতে চেয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু সেটা করতে গিয়েই তিনি এমন শব্দ ব্যবহার করেছেন যে, রে রে করে উঠেছে কংগ্রেস।
মোদী কাল বলেন, ‘‘ভাল বোতলে আচার প্যাকিং করলে বেশি পয়সা মেলে। আর কোনও নটী বোতল হাতে দাঁড়িয়ে পড়লে তো আরও টাকা পাওয়া যেতে পারে। তাতে বিজ্ঞাপনও হয়ে যাবে।’’