Advertisement
২০ এপ্রিল ২০২৪

সবার উপরে অমিত সত্য! বিতর্ক রেলের বিজ্ঞাপনে

ভারতীয় রেল তাদের অনুষ্ঠানে গুরুত্ব দিল দ্বিতীয়টাকেই। তাই আজ মোগলসরাই স্টেশনের নাম পরিবর্তন অনুষ্ঠানে কাগজে দেওয়া বিজ্ঞাপনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রীরও উপরে স্থান পেলেন অমিত!

অমিত শাহ

অমিত শাহ

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৬ অগস্ট ২০১৮ ০৩:৩৮
Share: Save:

সংসদীয় আচরণবিধি না দলীয় পদমর্যাদা— এই প্রশ্নে দ্বিতীয়টিকেই গুরুত্ব দেওয়ার অভিযোগ উঠল রেলের বিরুদ্ধে। আর তাতেই শুরু হল বিতর্ক।

সংসদীয় প্রটোকল মানলে অমিত শাহ রাজ্যসভার একজন সাংসদ। তা-ও প্রথম বারের। প্রটোকল মানলে যাঁর জায়গা একজন মুখ্যমন্ত্রী বা কোনও কেন্দ্রীয় মন্ত্রীর পরের সারিতে। আবার দলীয় পদমর্যাদায় তিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি। দলের সদস্যদের মধ্যে যাঁর জায়গা সবার আগে। ভারতীয় রেল তাদের অনুষ্ঠানে গুরুত্ব দিল দ্বিতীয়টাকেই। তাই আজ মোগলসরাই স্টেশনের নাম পরিবর্তন অনুষ্ঠানে কাগজে দেওয়া বিজ্ঞাপনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রীরও উপরে স্থান পেলেন অমিত!

কিন্তু কেন? শাসক শিবিরের সভাপতিকে নিয়ে ব্যাখ্যা দেওয়ার সাহস দেখাননি কোনও রেল কর্তাই। মুখে কুলুপ দেওয়াই শ্রেয় মনে করেছেন তাঁরা।

ক্ষমতায় এসেই মোগলসরাই স্টেশনের নাম দীনদয়াল উপাধ্যায়ের নামে করার সিদ্ধান্ত নিয়েছিল যোগী আদিত্যনাথের সরকার। ১৫৬ বছরের পুরনো স্টেশনের নাম আজ আনুষ্ঠানিক ভাবে বদলের আগেই গেরুয়া রঙের প্রলেপ পড়েছিল তাতে। উৎসাহী কেউ গেরুয়া তিলক পরিয়ে দিয়েছিল স্টেশন সংলগ্ন অম্বেডকরের মূর্তিকেও! দেশের সব সংবাদপত্রে এ সংক্রান্ত যে বিজ্ঞাপন ছাপা হয়, তারও রঙ ছিল গেরুয়া।

মোগলসরাই স্টেশনের নাম পরিবর্তন অনুষ্ঠানে কাগজে দেওয়া বিজ্ঞাপনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রীরও উপরে স্থান পেলেন অমিত।

সেই বিজ্ঞাপনের একেবারে উপরে প্রধানমন্ত্রী ও দীনদয়াল উপাধ্যায়ের ছবি। মাঝে অনুষ্ঠানের সংক্ষিপ্ত বিবরণ। তার নীচে লেখা, মোগলসরাই স্টেশন থেকে প্রথম মহিলা কর্মী দ্বারা পরিচালিত মালগাড়ির যাত্রার শুভারম্ভ করবেন সাংসদ অমিত শাহ। এর নীচে লেখা রয়েছে, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং রেল, কয়লা ও অর্থমন্ত্রী পীযূষ গয়াল। ঘটনা হল, প্রটোকল অনুযায়ী সরকারি অনুষ্ঠানে যাঁদের জায়গা একজন রাজ্যসভা সাংসদের অনেক উপরে।

আরও পড়ুন: রেলের সভায় মমতা-রাহুলকে তির অমিতের

তা হলে কি নিজেদের অনুষ্ঠানে বিজেপির দলীয় প্রটোকল মেনেই বিজ্ঞাপনের বয়ান তৈরি করেছে রেল?

এ নিয়ে প্রশ্ন করা হলে রেলের মুখপাত্র আর ডি বাজপেয়ী ফোন তোলেননি। মুখ বাঁচাতে রেলের একাংশ বলছে, অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় অমিত শাহকে। তিনি অনুষ্ঠানের প্রধান অতিথিও। সম্মান দেখাতেই অমিতের নাম আদিত্যনাথ বা পীযূষের আগে রাখা হয়েছে। এর মধ্যে অন্য কারণ খোঁজা অর্থহীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE