Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Karnataka Assembly Election 2018

চলে আসুন মন্ত্রী করে দেব, ‘ইয়েদুরাপ্পার অডিও’ ফাঁস, দেখুন সেই কথোপকথন

আনন্দবাজারের পক্ষে অডিও টেপটির সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি। কী আছে এই টেপে তা তুলে দেওয়া হল...

বিসি পাতিল এবং বিএস ইয়েদুরাপ্পা

বিসি পাতিল এবং বিএস ইয়েদুরাপ্পা

শেষ আপডেট: ১৯ মে ২০১৮ ১৫:৪৭
Share: Save:

কর্নাটকের আস্থাভোটের কয়েক ঘণ্টা আগে, আরও একটা অডিও টেপ ‘ফাঁস’ করে হইচই ফেলে দিল কংগ্রেস। কংগ্রেসের দাবি, তাঁদের বিধায়ক বিসি পাতিলকে টেলিফোনে মন্ত্রিত্বের টোপ দিয়ে কিনতে চেয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।

কথোপকথোনের অডিও টেপটি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়ে গিয়েছে। ইয়েদুরাপ্পার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে কংগ্রেস। আর উন্য দিকে বিজেপি-র দাবি, জাল অডিও প্রকাশ করেছে কংগ্রেস।

আনন্দবাজারের পক্ষে অডিও টেপটির সত্যাসত্য যাচাই করা সম্ভব হয়নি। কী আছে এই টেপে তা নীচে তুলে দেওয়া হল...

বিসি পাতিল: হ্যালো... হ্যালো... হ্যালো... ওঁকে ফোনটা দিন
ইয়েদুরাপ্পা: হ্যালো

বিসি পাতিল: আন্না নমস্কার, অভিনন্দন
ইয়েদুরাপ্পা: আপনি কোথায়?

বিসি পাতিল: কোচি যাচ্ছি, বাসে আছি
ইয়েদুরাপ্পা: কোচি যাবেন না, ফিরে আসুন। ফিরে আসুন আমরা আপনাকে মন্ত্রী করব এবং আর যে ভাবে আপনি সাহায্য চান করব

বিসি পাতিল: আন্না... ঠিক আছে... আপনি আমাকে বললেন... তার পর কী একটু যদি খুলে বলেন
ইয়েদুরাপ্পা: আমি আপনাকে শুধু বলতে পারি, সঠিক সময়ে যা করার করছি... আপনি এখন যাবেন না... ফিরে আসুন

বিসি পাতিল: কিন্তু আমরা তো এখন বাসে...
ইয়েদুরাপ্পা: যাবেন না, কিছু একটা অজুহাত দেখিয়ে ফিরে আসুন

বিসি পাতিল: তা হলে আমার পজিশনটা কী হবে...
ইয়েদুরাপ্পা: আপনি মন্ত্রী হবেন

বিসি পাতিল: আন্না, আমার সঙ্গে আরও তিন জন আছেন
ইয়েদুরাপ্পা: ওঁদেরও আপনার সঙ্গে নিয়ে আসুন... আমার ওপর আপনার বিশ্বাস আছে তো?

বিসি পাতিল: হ্যাঁ হ্যাঁ
ইয়েদুরাপ্পা: এখন ফিরে আসুন, বাসে যাবেন না

বিসি পাতিল: ঠিক আছে আন্না ঠিক আছে
ইয়েদুরাপ্পা: একবার আপনি কোচি চলে গেলে গোটা ব্যাপারটা শেষ হয়ে যাবে, কারণ আমরা তখন আর আপনাকে ধরতে পারব না

বিসি পাতিল: ঠিক আছে ঠিক আছে আন্না
ইয়েদুরাপ্পা: আমাকে এখন বলুন আপনি কী করবেন

বিসি পাতিল: আমি পাঁচ মিনিটের মধ্যে আপনাকে কল-ব্যাক করছি...

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE