Advertisement
E-Paper

১৩০ টাকার বখশিশ নিয়ে ঝামেলার জেরে খুন হতে হল হোটেলের ওয়েটারকে

অতিথিদের দেওয়া বখশিশের ভাগ নিয়ে ঝামেলার জেরে সহকর্মীকে খুনই করে ফেললেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের একটি রেস্তোরাঁয়।হায়দরাবাদের কাঞ্চনবাগের হাফিজ বাবা নগরে রয়েছে ‘স্পাইস বাবুর্চি’ রেস্তোরাঁ।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৭ ১১:১৮
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

অতিথিদের দেওয়া বখশিশের ভাগ নিয়ে ঝামেলার জেরে সহকর্মীকে খুনই করে ফেললেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের একটি রেস্তোরাঁয়।

হায়দরাবাদের কাঞ্চনবাগের হাফিজ বাবা নগরে রয়েছে ‘স্পাইস বাবুর্চি’ রেস্তোরাঁ। এখানেই সদ্য ওয়েটারের কাজ নিয়েছিলেন ২৫ বছরের রাজু। রাজুর আসল বাড়ি মহারাষ্ট্রে। ওই একই রেস্তোরাঁয় রাঁধুনির কাজ করতেন উত্তরপ্রদেশের বাসিন্দা কমল ওরফে কমলেশ। কাজ শেষ হওয়ার পর ওই রেস্তোরাঁর বাগানে বা কাছের স্টেশন সংলগ্ন ফুটপাথে অন্য কর্মীদের সঙ্গে শুতে যেতেন রাজু আর কমলেশ। সেই সময়ই সারাদিনের অতিথিদের দেওয়া বখশিশ ভাগাভাগি হত।

আরও পড়ুন: আট রাজ্যের দশটি উপনির্বাচনে পাঁচটি কেন্দ্রই জিতে নিল বিজেপি

পুলিশ সূত্রে খবর, গত রবিবার টাকা ভাগাভাগি হওয়ার পর রাজু পায় ১৩০ টাকা। কমলেশ দাবি করেন, ওই টাকা তাঁর প্রাপ্য। সোমবার বিকালে রাজু কাজে আসতেই টাকার ভাগ নিয়ে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়। কমলেশ রাজুকে রেস্তোরাঁয় ঢুকতে বাধা দেন। টাকা না দিলে তাঁকে কাজে যেতে দেওয়া হবে না বলেও শাসায় কমলেশ। এরপরে রাজু জোর করে হোটেলে ঢুকতে গেলে কমলেশের ধাক্কায় রাস্তায় পড়ে যায়। মাথায় চোট লেগে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মস্তিষ্কে অভ্যন্তরীণ রক্তক্ষরণের ফলেই মৃত্যু হয়েছে রাজুর। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে কমলেশকে গ্রেফতার করেছে কাঞ্চনবাগ থানার পুলিশ।

Murder Waiter Restaurant Hyderabad Tips
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy